
রাজধানীর ডেমরায় ফুটপাতে ও গুরুত্বপূর্ণ প্রধান সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থায়ী-অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ডেমরা পুলিশ ফাঁড়ি। ফাঁড়িটির ইনচার্জ মো. বিলাল আজাদের নেতৃত্বে আজ মঙ্গলবার দিনব্যাপী হাজীনগর ও স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, এ সময় ওই দুটি এলাকাসহ রাজধানীর প্রবেশদ্বার ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কের দুই পাশে চৌকি বসানো দেড় শতাধিক স্থায়ী অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্টাফ কোয়ার্টার-হাজীনগর পাকা ব্রিজ ও সড়কের ফুটপাতে বসা ২ শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও পথচারী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক চলাচল করতে পারেন সে লক্ষ্যেই এ অভিযান পরিচালিত হয়েছে।
এ বিষয়ে ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আজাদ বলেন, ‘ওয়ারী বিভাগের ডিসি মো. জিয়াউল তালুকদার স্যারের নির্দেশনায় ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম স্যারের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেছি জনস্বার্থে। এ ঘটনায় ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পুলিশের সঙ্গে সমন্বয় করেছেন।
‘বিশেষ করে জনপ্রতিনিধি, রাজনীতিক ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিয়েছি বলে অভিযান অব্যাহত থাকবে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো অবৈধ স্থাপনাসহ চাঁদাবাজ বহাল থাকবে না চলমান এ অভিযানে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে