নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন রাজধানীর মতিঝিল ইসলাম চেম্বারের মাহমুদ হাসান। এ সময় আদালতের বারান্দায় বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মারামারির ঘটনা ঘটে। আজ বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষ্য গ্রহণ করেন। এ সপ্তাহের প্রতিদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৩০ মে আদালতে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর মধ্যে দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর গত ৩১ মে আদালতের বাইরে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা মুখোমুখি মিছিল করেন। এর মধ্যে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর দুই দিন মিছিল হলেও বড় কোনো অঘটন ঘটেনি। কিন্তু আজ আবার হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, বেলা ৩টার দিকে আদালতে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয়, তখন বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে আদালতের বারান্দায় যান। আদালতের বারান্দায় সমাবেশ করে নানা ধরনের কটূক্তি করতে থাকেন তাঁরা। এ সময় আওয়ামীপন্থী আইনজীবীরা বাধা দেন। উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী আহত হন।
বিএনপির আইনজীবী নেতা কালাম খান আজকের পত্রিকাকে জানান, আদালতের বারান্দায় মিছিল করার সময় আওয়ামীপন্থী আইনজীবীরা হঠাৎ আক্রমণ করেন। এতে বিএনপি নেতা ওমর ফারুক ফারুকী ও মুক্তি নামে দুজন আইনজীবী গুরুতর আহত হন। তাঁদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। গত কয়েক দিনে এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জহিরুল হুদা সাক্ষ্য দেন।
এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন রাজধানীর মতিঝিল ইসলাম চেম্বারের মাহমুদ হাসান। এ সময় আদালতের বারান্দায় বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মারামারির ঘটনা ঘটে। আজ বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষ্য গ্রহণ করেন। এ সপ্তাহের প্রতিদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৩০ মে আদালতে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর মধ্যে দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর গত ৩১ মে আদালতের বাইরে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা মুখোমুখি মিছিল করেন। এর মধ্যে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর দুই দিন মিছিল হলেও বড় কোনো অঘটন ঘটেনি। কিন্তু আজ আবার হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, বেলা ৩টার দিকে আদালতে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয়, তখন বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে আদালতের বারান্দায় যান। আদালতের বারান্দায় সমাবেশ করে নানা ধরনের কটূক্তি করতে থাকেন তাঁরা। এ সময় আওয়ামীপন্থী আইনজীবীরা বাধা দেন। উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী আহত হন।
বিএনপির আইনজীবী নেতা কালাম খান আজকের পত্রিকাকে জানান, আদালতের বারান্দায় মিছিল করার সময় আওয়ামীপন্থী আইনজীবীরা হঠাৎ আক্রমণ করেন। এতে বিএনপি নেতা ওমর ফারুক ফারুকী ও মুক্তি নামে দুজন আইনজীবী গুরুতর আহত হন। তাঁদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। গত কয়েক দিনে এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জহিরুল হুদা সাক্ষ্য দেন।
এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে