মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে!
জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’
নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’
নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’
নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই।
মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’

পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে!
জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’
নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’
নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’
নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই।
মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৩ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে