ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. আব্দুল হালিম মোল্লা (৬১) নামের এক বৃদ্ধ পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে জিব কর্তনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মাহবুবের বাগান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে। এ ছাড়া তিনি পাড়াগ্রাম বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ধারের টাকা আদায়ের কথা বলে গত শনিবার বিকেলে উপজেলার হেলেঞ্চা গ্রামের মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। পরে ওই রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তাঁর জিব কেটে মাহবুবের বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। বৃদ্ধের জিব কেটে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান তিনি। যতটুকু জানতে পেরেছি, ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থ লেনদেনের জেরে এমন ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, জিব কর্তনের ঘটনার পর নিহত ব্যক্তির ভাই অভিযোগ করেছিলেন। মারা যাওয়ার পর এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. আব্দুল হালিম মোল্লা (৬১) নামের এক বৃদ্ধ পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে জিব কর্তনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মাহবুবের বাগান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে। এ ছাড়া তিনি পাড়াগ্রাম বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ধারের টাকা আদায়ের কথা বলে গত শনিবার বিকেলে উপজেলার হেলেঞ্চা গ্রামের মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। পরে ওই রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তাঁর জিব কেটে মাহবুবের বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। বৃদ্ধের জিব কেটে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান তিনি। যতটুকু জানতে পেরেছি, ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থ লেনদেনের জেরে এমন ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, জিব কর্তনের ঘটনার পর নিহত ব্যক্তির ভাই অভিযোগ করেছিলেন। মারা যাওয়ার পর এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার দুই উপজেলায় বজ্রপাতে মাদ্রাসাশিক্ষকসহ এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানভর্তি এই মাছ জব্দ করে উপজেলা মৎস্য কার্যালয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
১২ মিনিট আগেরোববার বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
৩৮ মিনিট আগেনেত্রকোনা মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে