নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভাটারার জোয়ার সাহারা এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে গিয়ে একদল মানুষ ফাঁকা গুলি ছুড়ে গালিগালাজ করেছে। গত সোমবার (৩১ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঘটনার বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘জোয়ার সাহারা এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সোমবার ঈদের দিন মধ্যরাতে ঘটনাটি ঘটে। একটি পক্ষের কয়েকজন মিলে আরেক পক্ষের বাড়ির সামনে এয়ারগানসহ গিয়ে চিৎকার-চেঁচামেচি করেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।’
এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে ওসি মাজহারুল বলেন, এয়ারগান উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে দুপুরে বাংলাদেশ পুলিশের এক ফেসবুক পোস্টে ‘অপরাধী’ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পোস্টে বলা হয়, ‘ভাটারা থানার জোয়ার সাহারা খাঁপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে রুবেল (৩৫), পাভেল (২৮), সুনামসহ (২৮) অজ্ঞাতনামা আরও ১০-১২ জন বেআইনি জনতাবদ্ধে একটি প্রাইভেট কারে মো. রাশেদুজ্জামান রাজুর (৩৭) বাসার সামনে এসে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং দুটি ফাঁকা গুলি ছোড়ে।’
পোস্টে আরও বলা হয়, ‘অভিযুক্তরা বাসার ভেতরে প্রবেশের চেষ্টাসহ গেটে লাথি মারে এবং গেটে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুর করে। রাজু ও তাঁর পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতিসহ খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

রাজধানীর ভাটারার জোয়ার সাহারা এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে গিয়ে একদল মানুষ ফাঁকা গুলি ছুড়ে গালিগালাজ করেছে। গত সোমবার (৩১ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঘটনার বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘জোয়ার সাহারা এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সোমবার ঈদের দিন মধ্যরাতে ঘটনাটি ঘটে। একটি পক্ষের কয়েকজন মিলে আরেক পক্ষের বাড়ির সামনে এয়ারগানসহ গিয়ে চিৎকার-চেঁচামেচি করেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।’
এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে ওসি মাজহারুল বলেন, এয়ারগান উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে দুপুরে বাংলাদেশ পুলিশের এক ফেসবুক পোস্টে ‘অপরাধী’ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পোস্টে বলা হয়, ‘ভাটারা থানার জোয়ার সাহারা খাঁপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে রুবেল (৩৫), পাভেল (২৮), সুনামসহ (২৮) অজ্ঞাতনামা আরও ১০-১২ জন বেআইনি জনতাবদ্ধে একটি প্রাইভেট কারে মো. রাশেদুজ্জামান রাজুর (৩৭) বাসার সামনে এসে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং দুটি ফাঁকা গুলি ছোড়ে।’
পোস্টে আরও বলা হয়, ‘অভিযুক্তরা বাসার ভেতরে প্রবেশের চেষ্টাসহ গেটে লাথি মারে এবং গেটে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুর করে। রাজু ও তাঁর পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতিসহ খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
১৪ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
২৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
১ ঘণ্টা আগে