Ajker Patrika

পরিত্যক্ত খাস জমিতে খেলার মাঠ করার উদ্যোগ কাউন্সিলরের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
পরিত্যক্ত খাস জমিতে খেলার মাঠ করার উদ্যোগ কাউন্সিলরের

রাজধানীর দক্ষিণখানের পরিত্যক্ত খাস জমিতে জনগণের সহযোগীতায় খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম। 

দক্ষিণখান প্রেম বাগানের দারুল আশরাফ মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠ খাস জমিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এলাকাবাসীর সঙ্গে পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। 

এর আগে ওই পরিত্যক্ত জমির পাশের একটি বাড়ির নিচ তলায় বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে বৈঠকে বসে আলাপ আলোচনা করেন। ওই বৈঠকের মাধ্যমে সম্মিলিত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়-পরিত্যক্ত খাস জমিতে খানাখন্দ আর ময়লা আবর্জনায় ভরপুর। আশপাশের বাসা বাড়ির ময়লা আবর্জনাগুলো ফেলা হচ্ছে সেখানে। সেখানকার গর্তে জমা থাকা পানিতে জন্ম হচ্ছে ডেঙ্গুসহ বিভিন্ন মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। 

এ বিষয়ে ডিএনসিসির কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, এই অঞ্চলে কোনো খেলার মাঠ নাই। মাঝে মধ্যে রাস্তা বন্ধ করে শিশুরা খেলাধুলা করে। একটি খেলার মাঠের ব্যাপক চাহিদাও ছিল। মেয়রে কথা দিয়েছিলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করে দেবেন। আমাদেরও নির্বাচনী ইশতেহার ছিল খেলার মাঠের। তা বাস্তবায়ন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত