নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুপুরে দুই জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত বুধবার রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে ও রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে বিরোধিতা করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমকে ঘিরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই তাণ্ডবে সরাসরি নেতৃত্ব দেন মুফতি কাশেমী। ফয়সাল মাহমুদ হাবিবীও ওই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উক্ত দুই আসামিসহ পলাতক আসামিরা রাজনৈতিক সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত। অপরাপর সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার ও তাদের দলের সরকার বিরোধী কর্মকান্ডের তথ্য উৎঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
২০১৩ সালের এক মামলায় খালিদ সাইফুল্লাহ তিন দিনের রিমান্ডে
এদিকে হেফাজতের আরেক নেতা মুফতি খালিদ সাইফুল্লাহকে আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০১৩ সালে পল্টনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাঁকে। আজ আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম মোহাম্মদ জসিম তিন দিন মঞ্জুর করেন।

ঢাকা: হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুপুরে দুই জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত বুধবার রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে ও রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে বিরোধিতা করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমকে ঘিরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই তাণ্ডবে সরাসরি নেতৃত্ব দেন মুফতি কাশেমী। ফয়সাল মাহমুদ হাবিবীও ওই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উক্ত দুই আসামিসহ পলাতক আসামিরা রাজনৈতিক সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত। অপরাপর সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার ও তাদের দলের সরকার বিরোধী কর্মকান্ডের তথ্য উৎঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
২০১৩ সালের এক মামলায় খালিদ সাইফুল্লাহ তিন দিনের রিমান্ডে
এদিকে হেফাজতের আরেক নেতা মুফতি খালিদ সাইফুল্লাহকে আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০১৩ সালে পল্টনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাঁকে। আজ আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম মোহাম্মদ জসিম তিন দিন মঞ্জুর করেন।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
২৭ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে