সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার হাসপাতাল ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢালাইয়ের সেন্টারিং এ কোনো ত্রুটি ছিল। সে কারণে ছাদ ধসে পরতে পারে। আমরা ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার ফোরম্যান ও ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে কেউ নিখোঁজ নেই।’
তিনি আরও বলেন, ‘ভবনটি মূলত ১০ তলার হলেও এর বেসমেন্ট আরও দুইটি ফ্লোর রয়েছে। সেগুলোসহ এটি ১২ তলা ভবন। সেই ১২ তলার ছাদের ঢালাই শুরু হলে আংশিক ভেঙে পড়ে। সেখানেই আহত হন নির্মাণ শ্রমিকেরা।’
রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে ভবনটির কাজ বন্ধ রয়েছে। এটি আসলে ক্যানসার হাসপাতালের নির্মাণাধীন ভবন।’
তিনি আরও বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, আহত যারা হাসপাতালে গিয়েছিলেন সবাইকেই রিলিজ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের কেপিজে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।’

সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার হাসপাতাল ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢালাইয়ের সেন্টারিং এ কোনো ত্রুটি ছিল। সে কারণে ছাদ ধসে পরতে পারে। আমরা ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার ফোরম্যান ও ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে কেউ নিখোঁজ নেই।’
তিনি আরও বলেন, ‘ভবনটি মূলত ১০ তলার হলেও এর বেসমেন্ট আরও দুইটি ফ্লোর রয়েছে। সেগুলোসহ এটি ১২ তলা ভবন। সেই ১২ তলার ছাদের ঢালাই শুরু হলে আংশিক ভেঙে পড়ে। সেখানেই আহত হন নির্মাণ শ্রমিকেরা।’
রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে ভবনটির কাজ বন্ধ রয়েছে। এটি আসলে ক্যানসার হাসপাতালের নির্মাণাধীন ভবন।’
তিনি আরও বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, আহত যারা হাসপাতালে গিয়েছিলেন সবাইকেই রিলিজ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের কেপিজে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে