উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার একটি বাড়ির কেয়ারটেকার নিখোঁজ হয়েছেন। উত্তরা ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের মনিকা নামের ৪ নম্বর বাড়ির নিচতলার গ্যারেজে থাকতেন তিনি। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সেখানে তাঁকে পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা তাঁর বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে ও মেঝেতে রক্তের ছোপ দেখা গেছে।
পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। তারপর আলামত সংগ্রহ ও তদন্তে সহযোগিতার জন্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম আলামত সংগ্রহ করে নিয়ে যায়।
নিখোঁজ ওই কেয়ারটেকার হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বাড়িটিতে ২০ বছর ধরে কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন।
মনিকা নামের ওই ভবনের মালিক মোছা. মেহেরুন্নেছা। কেয়ারটেকার নিখোঁজ প্রসঙ্গে জানতে চাইলে তাঁর ছেলে খালেদ মাহমুদ মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘আপনি পুলিশের সাথে কথা বলেন, নিচে পুলিশ আছে।’
ওই চারতলা বাড়ির সামনে আজ সন্ধ্যায় গিয়ে দেখা যায়, কেয়ারটেকারের প্রতিবেশী ও স্বজনেরা বাড়ির সামনে অবস্থান করলেও তাঁদের কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অবস্থানকারী নারীরা বলেন, ‘আমরা তো গরিব মানুষ। তাই আমাদের কেউ মূল্য দেয় না। আজ যদি বড়লোক কেউ হতো, তাহলে তোলপাড় শুরু হয়ে যেত।’
বাড়িটির সামনে একটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি নষ্ট বলে জানিয়েছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করে দেখা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাস্থলের ওই বাড়ির সামনে পুলিশের দুটি গাড়িতে বেশ কয়েকজন পুলিশকে অবস্থান করতে দেখা যায়। সেই সঙ্গে ঘটনাস্থলের ওই গ্যারেজে পিএসআই নাসিমকে পাহারায় বসা অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, ‘সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। গ্যারেজের বেডের পাশের ছিটিয়ে থাকা রক্ত আসলে মানুষের নাকি অন্য কিছুর তা পরীক্ষা করে দেখা হচ্ছে।’

গাড়ির গ্যারেজে ঢুকে দেখা যায়, একটি বেড রয়েছে। পাশেই একটি চেয়ারে টিভি রাখা। বেডের মশারি এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ। বেডটাও এলোমেলো। দেখে মনে হচ্ছে, সেখানে ধস্তাধস্তি করা হয়েছে। বেডের নিচে পড়ে রয়েছে কেয়ারটেকার রিয়াজের এক জোড়া কালো জুতা।
এদিকে ওই বাড়ির নিচতলার বাসিন্দা ব্যবসায়ী আরিফুল হল সজল বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে চাচি (কেয়ারটেকার রিয়াজের স্ত্রী) আসছিলেন। এসেই দেখেন রুম এলোমেলো, চাচা (কেয়ারটেকার) নেই। পরে খবর দেওয়া হলে বেলা ১১টার দিকে পুলিশ আসে।’
আরিফুল হক সজল বলেন, ‘গতকাল রাতে (বৃহস্পতিবার দিবাগত) আমরা কোনো সাড়াশব্দ পাইনি। চাচি আসার পর বিষয়টি জানতে পেরেছি।’

সজল বলেন, ‘উনার সাথে কারও শত্রুতা নেই। যদিও কেউ থেকে থাকে, তাহলে মাথার ওপরে আছে। আমার, আপনার কারও জানা নেই।’
পাশের বাড়ির কেয়ারটেকার ওলিউর রহমান বলেন, ‘আমরাও আতঙ্কে রয়েছি। আসলে কী হয়েছে, সেটা বুঝতে পারছি না।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘কেয়ারটেকার নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এক প্রশ্নের জবাবে ওসি হাফিজ বলেন, ‘বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ নেই। আশপাশে আমরা খুঁজে দেখছি। তিনি কোথায়, কী অবস্থায় আছেন, তা বের করার জন্য তদন্ত করছি।’

রাজধানীর উত্তরার একটি বাড়ির কেয়ারটেকার নিখোঁজ হয়েছেন। উত্তরা ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের মনিকা নামের ৪ নম্বর বাড়ির নিচতলার গ্যারেজে থাকতেন তিনি। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সেখানে তাঁকে পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা তাঁর বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে ও মেঝেতে রক্তের ছোপ দেখা গেছে।
পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। তারপর আলামত সংগ্রহ ও তদন্তে সহযোগিতার জন্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম আলামত সংগ্রহ করে নিয়ে যায়।
নিখোঁজ ওই কেয়ারটেকার হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বাড়িটিতে ২০ বছর ধরে কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন।
মনিকা নামের ওই ভবনের মালিক মোছা. মেহেরুন্নেছা। কেয়ারটেকার নিখোঁজ প্রসঙ্গে জানতে চাইলে তাঁর ছেলে খালেদ মাহমুদ মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘আপনি পুলিশের সাথে কথা বলেন, নিচে পুলিশ আছে।’
ওই চারতলা বাড়ির সামনে আজ সন্ধ্যায় গিয়ে দেখা যায়, কেয়ারটেকারের প্রতিবেশী ও স্বজনেরা বাড়ির সামনে অবস্থান করলেও তাঁদের কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অবস্থানকারী নারীরা বলেন, ‘আমরা তো গরিব মানুষ। তাই আমাদের কেউ মূল্য দেয় না। আজ যদি বড়লোক কেউ হতো, তাহলে তোলপাড় শুরু হয়ে যেত।’
বাড়িটির সামনে একটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি নষ্ট বলে জানিয়েছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করে দেখা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাস্থলের ওই বাড়ির সামনে পুলিশের দুটি গাড়িতে বেশ কয়েকজন পুলিশকে অবস্থান করতে দেখা যায়। সেই সঙ্গে ঘটনাস্থলের ওই গ্যারেজে পিএসআই নাসিমকে পাহারায় বসা অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, ‘সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। গ্যারেজের বেডের পাশের ছিটিয়ে থাকা রক্ত আসলে মানুষের নাকি অন্য কিছুর তা পরীক্ষা করে দেখা হচ্ছে।’

গাড়ির গ্যারেজে ঢুকে দেখা যায়, একটি বেড রয়েছে। পাশেই একটি চেয়ারে টিভি রাখা। বেডের মশারি এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ। বেডটাও এলোমেলো। দেখে মনে হচ্ছে, সেখানে ধস্তাধস্তি করা হয়েছে। বেডের নিচে পড়ে রয়েছে কেয়ারটেকার রিয়াজের এক জোড়া কালো জুতা।
এদিকে ওই বাড়ির নিচতলার বাসিন্দা ব্যবসায়ী আরিফুল হল সজল বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে চাচি (কেয়ারটেকার রিয়াজের স্ত্রী) আসছিলেন। এসেই দেখেন রুম এলোমেলো, চাচা (কেয়ারটেকার) নেই। পরে খবর দেওয়া হলে বেলা ১১টার দিকে পুলিশ আসে।’
আরিফুল হক সজল বলেন, ‘গতকাল রাতে (বৃহস্পতিবার দিবাগত) আমরা কোনো সাড়াশব্দ পাইনি। চাচি আসার পর বিষয়টি জানতে পেরেছি।’

সজল বলেন, ‘উনার সাথে কারও শত্রুতা নেই। যদিও কেউ থেকে থাকে, তাহলে মাথার ওপরে আছে। আমার, আপনার কারও জানা নেই।’
পাশের বাড়ির কেয়ারটেকার ওলিউর রহমান বলেন, ‘আমরাও আতঙ্কে রয়েছি। আসলে কী হয়েছে, সেটা বুঝতে পারছি না।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘কেয়ারটেকার নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এক প্রশ্নের জবাবে ওসি হাফিজ বলেন, ‘বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ নেই। আশপাশে আমরা খুঁজে দেখছি। তিনি কোথায়, কী অবস্থায় আছেন, তা বের করার জন্য তদন্ত করছি।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে