নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের বাইরে বের হওয়ায় ৮ম দিনে রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৭ জন। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ৩১৮ জন ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৭৯০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই বের হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। কঠোর লকডাউনের ৮ম দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধের ৮ম দিনে মাঠে বস্থান করেছি আমরা। যারাই অকারণে বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে এরমধ্যে থেকে যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
র্যাবের পক্ষ জানানো হয়েছে ৮ম দিনে সারা দেশে ২১৭ জনকে জরিমানা করা হয়েছে। যার পরিমাণ ২ লাখ ১৮ হাজার ৭০০ টাকা। পুরো দেশে ১৯৫টি টহল এবং ২০০টি চেকপোস্ট ছিল তাদের।
রাজধানীতে লকডাউন অমান্য করে রাস্তায় বের হওয়ার অভিযোগে গত সাত দিনে ৪ হাজার ১৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ৩৫০ জনকে ৩ লাখ ৯৯ হাজার ৪৬০ টাকা জরিমানা করেছে।

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের বাইরে বের হওয়ায় ৮ম দিনে রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৭ জন। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ৩১৮ জন ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৭৯০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই বের হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। কঠোর লকডাউনের ৮ম দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধের ৮ম দিনে মাঠে বস্থান করেছি আমরা। যারাই অকারণে বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে এরমধ্যে থেকে যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
র্যাবের পক্ষ জানানো হয়েছে ৮ম দিনে সারা দেশে ২১৭ জনকে জরিমানা করা হয়েছে। যার পরিমাণ ২ লাখ ১৮ হাজার ৭০০ টাকা। পুরো দেশে ১৯৫টি টহল এবং ২০০টি চেকপোস্ট ছিল তাদের।
রাজধানীতে লকডাউন অমান্য করে রাস্তায় বের হওয়ার অভিযোগে গত সাত দিনে ৪ হাজার ১৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ৩৫০ জনকে ৩ লাখ ৯৯ হাজার ৪৬০ টাকা জরিমানা করেছে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৪ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৫ ঘণ্টা আগে