গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল রেলসড়কে গাজীপুর মহানগরীর ভাগলপুর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনে বসা পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন চাঁপাই মেইল সালনার ভাগলপুর লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের সামনে রেলিং পাশে থাকা পাঁচজন যাত্রী আহত হন। আহতের হাত ও পা বিভিন্ন স্থানে কেটে যায়।
পরে ট্রেনটি না থেমে মৌচাক রেলস্টেশনে আসলে আহত যাত্রীদের নামানো হয়। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি।
মৌচাক রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘চাঁপাইগামী লোকাল ট্রেন মৌচাক স্টেশনে এলে কয়েকজন আহত যাত্রী নামেন। শুনেছি সালনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে এবং রক্ত লেগে ছিল। লোকাল ট্রেনে যাত্রী বেশি থাকায় ট্রেনের সামনে উঠেছিলেন কিছু যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে একজনের পায়ের রগ কেটে গেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, ‘ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা শুনেছি। ট্রাকটি কীভাবে ওই সময় রেললাইনের ওপরে উঠেছে, আমরা খোঁজখবর নিচ্ছি।’

ঢাকা-টাঙ্গাইল রেলসড়কে গাজীপুর মহানগরীর ভাগলপুর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনে বসা পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন চাঁপাই মেইল সালনার ভাগলপুর লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের সামনে রেলিং পাশে থাকা পাঁচজন যাত্রী আহত হন। আহতের হাত ও পা বিভিন্ন স্থানে কেটে যায়।
পরে ট্রেনটি না থেমে মৌচাক রেলস্টেশনে আসলে আহত যাত্রীদের নামানো হয়। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি।
মৌচাক রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘চাঁপাইগামী লোকাল ট্রেন মৌচাক স্টেশনে এলে কয়েকজন আহত যাত্রী নামেন। শুনেছি সালনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে এবং রক্ত লেগে ছিল। লোকাল ট্রেনে যাত্রী বেশি থাকায় ট্রেনের সামনে উঠেছিলেন কিছু যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে একজনের পায়ের রগ কেটে গেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, ‘ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা শুনেছি। ট্রাকটি কীভাবে ওই সময় রেললাইনের ওপরে উঠেছে, আমরা খোঁজখবর নিচ্ছি।’

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২৩ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে