ঢাবি প্রতিনিধি

নিখোঁজের চার দিন পর হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ফিরেছেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালিদ হাসান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাঁর সহপাঠীরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী খালিদ হাসান। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক।
হাসপাতালে তাঁর সঙ্গে থাকা আরবি বিভাগের একই বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘খালিদ গত শুক্রবার নিখোঁজ হন। এরপর থেকেই তার খোঁজ করতে আমরা ডিবি পুলিশের সঙ্গে কাজ করছিলাম। মঙ্গলবার রাতেও যখন আমরা ডিবির সঙ্গে, তখন রাত সাড়ে ১১টার দিকে খবর পাই, খালিদ হলে ফিরেছে।’
ওই শিক্ষার্থী আরও বলেন, ‘সঙ্গে সঙ্গে হলে এসে তাঁকে বিমর্ষ অবস্থায় দেখতে পাই। সে খুব ক্লান্ত ও দুর্বল ছিল। সে কথা বলতেও চাচ্ছিল না। এ জন্য আমরা তখন কেউ তাঁর সঙ্গে কোনো কথা বলিনি। রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসে এবং তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’
খালিদ হাসানের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, জানতে চাইলে তাঁর ওই সহপাঠী বলেন, ‘হলে আমরা দেখার চেষ্টা করেছি তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না। তবে সে রকম কোনো চিহ্ন পাইনি। কিন্তু তাঁর হাতে ইনজেকশন পুশ করানোর মতো একটি ছোট চিহ্ন দেখেছি।’
ডিবির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করেছেন তিনিও। বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় খালিদ হাসানকে মতিঝিল এলাকায় দেখা যায়। এরপর কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে ঢোকে এবং এর কিছুক্ষণ পর একাই কাউন্টার থেকে বের হয়ে যায়। এরপর আবার তাঁকে মতিঝিল এলাকায় দেখা যায়। তবে তাঁর সঙ্গে কোনো ফোন ছিল না। তাঁর ব্যবহৃত ফোনটি হলেই ছিল। ওই দিন কমলাপুর কাউন্টার থেকে টিকিটও কাটেনি।’
এ দিকে খালিদের সার্বিক তত্ত্বাবধানে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। কাদের খালিদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খালিদের মানসিক অবস্থা ভালো নয়। অবস্থা ভালো হলে, সুস্থ হয়ে উঠলে, আমরা বিস্তারিত বলব।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মধ্যরাতে ওই সমন্বয়ককে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকেরা তাঁকে কেবিনে ভর্তি রাখেন।

নিখোঁজের চার দিন পর হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ফিরেছেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালিদ হাসান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাঁর সহপাঠীরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী খালিদ হাসান। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক।
হাসপাতালে তাঁর সঙ্গে থাকা আরবি বিভাগের একই বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘খালিদ গত শুক্রবার নিখোঁজ হন। এরপর থেকেই তার খোঁজ করতে আমরা ডিবি পুলিশের সঙ্গে কাজ করছিলাম। মঙ্গলবার রাতেও যখন আমরা ডিবির সঙ্গে, তখন রাত সাড়ে ১১টার দিকে খবর পাই, খালিদ হলে ফিরেছে।’
ওই শিক্ষার্থী আরও বলেন, ‘সঙ্গে সঙ্গে হলে এসে তাঁকে বিমর্ষ অবস্থায় দেখতে পাই। সে খুব ক্লান্ত ও দুর্বল ছিল। সে কথা বলতেও চাচ্ছিল না। এ জন্য আমরা তখন কেউ তাঁর সঙ্গে কোনো কথা বলিনি। রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসে এবং তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’
খালিদ হাসানের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, জানতে চাইলে তাঁর ওই সহপাঠী বলেন, ‘হলে আমরা দেখার চেষ্টা করেছি তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না। তবে সে রকম কোনো চিহ্ন পাইনি। কিন্তু তাঁর হাতে ইনজেকশন পুশ করানোর মতো একটি ছোট চিহ্ন দেখেছি।’
ডিবির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করেছেন তিনিও। বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় খালিদ হাসানকে মতিঝিল এলাকায় দেখা যায়। এরপর কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে ঢোকে এবং এর কিছুক্ষণ পর একাই কাউন্টার থেকে বের হয়ে যায়। এরপর আবার তাঁকে মতিঝিল এলাকায় দেখা যায়। তবে তাঁর সঙ্গে কোনো ফোন ছিল না। তাঁর ব্যবহৃত ফোনটি হলেই ছিল। ওই দিন কমলাপুর কাউন্টার থেকে টিকিটও কাটেনি।’
এ দিকে খালিদের সার্বিক তত্ত্বাবধানে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। কাদের খালিদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খালিদের মানসিক অবস্থা ভালো নয়। অবস্থা ভালো হলে, সুস্থ হয়ে উঠলে, আমরা বিস্তারিত বলব।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মধ্যরাতে ওই সমন্বয়ককে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকেরা তাঁকে কেবিনে ভর্তি রাখেন।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২২ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে