সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কোরবানির মাংস সংগ্রহ করা নিয়ে বানানো একটি ভিডিও কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন অনেকে। তিন কন্যা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘একটা গরুর রান ভিক্ষা দেন গো’ ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করা হয়। পোস্টটি আপলোড হওয়ার পরই বিভিন্ন মানুষ কমেন্টে প্রতিবাদ করতে থাকেন।
ভিডিওতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শ্যামলী চৌধুরী ও তাঁর স্বামী সেলিম চৌধুরীর সঙ্গে আরও দুটি শিশু এবং এক তরুণীকে দেখা গেছে। অসহায় মানুষের অভিনয়ে থাকা ওই দম্পতিকে বিভিন্ন বাক্য বলতে শোনা গেছে। ওই দম্পতির বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামে।
ভিডিওর শুরুতে সেলিম চৌধুরী একটি বাড়ির দরজার সিঁড়ির সামনে বসে ঘরের ভেতরে থাকা মানুষের উদ্দেশে বলেন, ‘কিগো, বৃষ্টির মাঝে বইয়া রইছি, একটু গোশত দেন না গো।’ ঠিক তখনই স্ত্রীও বলেন, ‘দেন না গো একটু গোশত।’
এরপর আবারও সেলিম চৌধুরী বলেন, ‘আপনারা বড়লোক মানুষ, আপনারা একটা রান দিয়া দিলেই হইব। পারলে আমাগো একটা রান দিয়া দেন, বাড়িতে গিয়া খামুনে। আপনেগো লাইগা দোয়া করমুনে।’
এ সময় স্বামীর উদ্দেশে শ্যামলী বলেন, ‘তুই খালি রান চাস কেন? হেতে তোরে গোশতই দিত না। দেন গো আমাগো দুগা গোশত দেন। মেঘের মধ্যে আসছি, গোশত দিলে আল্লাহ আপনেগো বরকত দিব। কালকে দেইখা গেছি, আপনাগো গরুটা বড় আছে।’
একপর্যায়ে ঘরের ভেতর থেকে এক পোটলা গোস্ত এনে তাদের হাতে তুলে দেন এক তরুণী। পরে মাংসের পোটলাটা হাতে নিয়ে উভয়ে বলে উঠলেন এতটুকু? এ সময় ভিডিওতে থাকা দুই শিশুর উদ্দেশে দম্পতির ভাষ্য ছিল, ‘দেখ পুতেরা দেখ, কতটুকু গোশত দিছে, বড়লোক মানুষ কতটুকু গোশত দিছে।’
শেষদিকে ওই তরুণীর উদ্দেশে তাঁর স্বামী বলেন, ‘আমাগো মোট ১০টা পোলা। তাদের জন্য ১০ পিস দিলেও তো হইত।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ লাভের আশায় অসহায়-গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ঠাট্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। ওই ভিডিওর কমেন্টে প্রতিবাদ জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। দেখা গেছে বেশ কয়েকজন এই ভিডিওর প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য সাবেক ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অসুস্থ আছেন বলে কলটি কেটে দেন। পরে আবারও বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।
কোরবানির মাংস সংগ্রহ করা নিয়ে বানানো একটি ভিডিও কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন অনেকে। তিন কন্যা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘একটা গরুর রান ভিক্ষা দেন গো’ ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করা হয়। পোস্টটি আপলোড হওয়ার পরই বিভিন্ন মানুষ কমেন্টে প্রতিবাদ করতে থাকেন।
ভিডিওতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শ্যামলী চৌধুরী ও তাঁর স্বামী সেলিম চৌধুরীর সঙ্গে আরও দুটি শিশু এবং এক তরুণীকে দেখা গেছে। অসহায় মানুষের অভিনয়ে থাকা ওই দম্পতিকে বিভিন্ন বাক্য বলতে শোনা গেছে। ওই দম্পতির বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামে।
ভিডিওর শুরুতে সেলিম চৌধুরী একটি বাড়ির দরজার সিঁড়ির সামনে বসে ঘরের ভেতরে থাকা মানুষের উদ্দেশে বলেন, ‘কিগো, বৃষ্টির মাঝে বইয়া রইছি, একটু গোশত দেন না গো।’ ঠিক তখনই স্ত্রীও বলেন, ‘দেন না গো একটু গোশত।’
এরপর আবারও সেলিম চৌধুরী বলেন, ‘আপনারা বড়লোক মানুষ, আপনারা একটা রান দিয়া দিলেই হইব। পারলে আমাগো একটা রান দিয়া দেন, বাড়িতে গিয়া খামুনে। আপনেগো লাইগা দোয়া করমুনে।’
এ সময় স্বামীর উদ্দেশে শ্যামলী বলেন, ‘তুই খালি রান চাস কেন? হেতে তোরে গোশতই দিত না। দেন গো আমাগো দুগা গোশত দেন। মেঘের মধ্যে আসছি, গোশত দিলে আল্লাহ আপনেগো বরকত দিব। কালকে দেইখা গেছি, আপনাগো গরুটা বড় আছে।’
একপর্যায়ে ঘরের ভেতর থেকে এক পোটলা গোস্ত এনে তাদের হাতে তুলে দেন এক তরুণী। পরে মাংসের পোটলাটা হাতে নিয়ে উভয়ে বলে উঠলেন এতটুকু? এ সময় ভিডিওতে থাকা দুই শিশুর উদ্দেশে দম্পতির ভাষ্য ছিল, ‘দেখ পুতেরা দেখ, কতটুকু গোশত দিছে, বড়লোক মানুষ কতটুকু গোশত দিছে।’
শেষদিকে ওই তরুণীর উদ্দেশে তাঁর স্বামী বলেন, ‘আমাগো মোট ১০টা পোলা। তাদের জন্য ১০ পিস দিলেও তো হইত।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ লাভের আশায় অসহায়-গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ঠাট্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। ওই ভিডিওর কমেন্টে প্রতিবাদ জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। দেখা গেছে বেশ কয়েকজন এই ভিডিওর প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য সাবেক ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অসুস্থ আছেন বলে কলটি কেটে দেন। পরে আবারও বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।
গাজীপুরের কাপাসিয়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জামিরারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের বাসটি দ্রুত চলে যায় এবং অটোরিকশার
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
২৩ মিনিট আগেচট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা থেকে লুট করা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি কাভার্ড ভ্যানের এক চালকের কাছ থেকে জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ইয়াকুবনগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব পিস্তল ও গুলি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কাভার্ড ভ্যানের
৩৩ মিনিট আগেঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে যশোরের চৌগাছায় আশরাফ হোসেন নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার প্রথমে তাঁকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়, পরে পুলিশ সুপার রওনক জাহান তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
১ ঘণ্টা আগে