নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা মহলের সমালোচনা ও দাবির মুখে অবশেষে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সাংবাদিকদের জন্য করা নীতিমালা সংশোধন করে মোটরসাইকেল চলাচলের অনুমোদন করেছে ইসি।
আগামীকাল মঙ্গলবার সংশোধিত এই নীতিমালা জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য কিছু শর্ত সাধারণভাবেই প্রযোজ্য হয়। যেমন: চালকের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র ইত্যাদি থাকা। এসব থাকলে সাংবাদিকদের নিজের মোটরসাইকেল ব্যবহারে অসুবিধা হওয়ার কথা নয়।
গত ১২ এপ্রিল ইসির জারি করা নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ইসির করা নীতিমালায় ‘গাড়ির স্টিকার’ অংশে উল্লেখ করা হয়েছিল যে, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেওয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্ট্রারে লিখে রাখতে হবে।
এই নীতিমালা জারি করার পর বিভিন্ন মহল থেকে ইসির কড়া সমালোচনা করা হয়। পাশাপাশি এই নীতিমালা সংশোধন করে সাংবাদিকদের নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার দাবি উঠে।
এর পরের দিন ১৩ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই বিষয় উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন। প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলে আশ্বাস দেন সিইসি। সম্প্রতি ইসির সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও সাংবাদিক নীতিমালা সম্পর্কে জানতে চান।
অবশেষে সাংবাদিকসহ বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সময় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলেও নীতিমালার বাকি সব আগের মতোই আছে বলে জানা গেছে।

নানা মহলের সমালোচনা ও দাবির মুখে অবশেষে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সাংবাদিকদের জন্য করা নীতিমালা সংশোধন করে মোটরসাইকেল চলাচলের অনুমোদন করেছে ইসি।
আগামীকাল মঙ্গলবার সংশোধিত এই নীতিমালা জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য কিছু শর্ত সাধারণভাবেই প্রযোজ্য হয়। যেমন: চালকের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র ইত্যাদি থাকা। এসব থাকলে সাংবাদিকদের নিজের মোটরসাইকেল ব্যবহারে অসুবিধা হওয়ার কথা নয়।
গত ১২ এপ্রিল ইসির জারি করা নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ইসির করা নীতিমালায় ‘গাড়ির স্টিকার’ অংশে উল্লেখ করা হয়েছিল যে, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেওয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্ট্রারে লিখে রাখতে হবে।
এই নীতিমালা জারি করার পর বিভিন্ন মহল থেকে ইসির কড়া সমালোচনা করা হয়। পাশাপাশি এই নীতিমালা সংশোধন করে সাংবাদিকদের নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার দাবি উঠে।
এর পরের দিন ১৩ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই বিষয় উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন। প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলে আশ্বাস দেন সিইসি। সম্প্রতি ইসির সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও সাংবাদিক নীতিমালা সম্পর্কে জানতে চান।
অবশেষে সাংবাদিকসহ বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সময় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলেও নীতিমালার বাকি সব আগের মতোই আছে বলে জানা গেছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৭ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৩৮ মিনিট আগে