Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ফরিদপুরের যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪৩
নিহত নুর আলম খান। ছবি: আজকের পত্রিকা
নিহত নুর আলম খান। ছবি: আজকের পত্রিকা

সংসারের হাল ধরতে দুই মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার নুর আলম খান (৩৬)। দালালের মাধ্যমে গিয়ে সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজের সন্ধান করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে রিয়াদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার নুরআলম মারা যান।

আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন নিহত নুর আলমের স্বজন মাহফুজ খান। এর আগে গতকাল বুধবার বিকেলে মারা যাওয়ার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

নিহত নুর আলম উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ছাড়া বর্তমানে তাঁর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ধারদেনা করে দুই মাস আগে সৌদি আরবে যান নুর আলম। এরপর সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজ খুঁজতে থাকেন। গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

পরে তাঁকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে তাঁর দুটি পা কেটে ফেলেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে তাঁর নিকটাত্মীয় (ভাইরা-ভাই) উপজেলা যুবদলের সদস্য মাহফুজ খান দাবি করে জানান, দুটি পা কেটে ফেলা হয়েছে—এমন দৃশ্য দেখে স্ট্রোক করে তিনি মারা যান।

মাহফুজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘নুর আলম মঙ্গলবার মারা গেলেও গতকাল বুধবার বিকেলে সেখান থেকে আমাদের এলাকার একজন ফোন করে জানান। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুর খবর কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত