
টাঙ্গাইলের মির্জাপুরে ৫টি চোরাই গরুসহ হায়দার সিকদার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক হায়দার সিকদার উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের রতন মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুপুরে একটি পিকআপ থেকে ৫টি গরু ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে নামানো হয়। এর মধ্যে দুটি গাভি, দুটি বকনা ও একটি বাছুর রয়েছে। হায়দার সিকদার গরুগুলো দেখভাল করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ হায়দার সিকদারকে আটক করে।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, পিকআপ থেকে নামানো গরুগুলো হায়দার সিকদারের হেফাজতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা তাঁকে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশে ঘটনাস্থলে গিয়ে গরুসহ তাঁকে আটক করে। গরুগুলো চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। গরুর মালিককে খুঁজে গরুগুলো হস্তান্তর করা হবে।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৫ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে