Ajker Patrika

উত্তরায় যুব মহিলা লীগের সভানেত্রী রিতা খান গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১০
উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে রিতা খানকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। ছবি: আজকের পত্রিকা
উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে রিতা খানকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভানেত্রী রিতা খানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রিতা খান দীর্ঘদিন ধরে উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তিনি বলেন, ‘উত্তরায় আওয়ামী লীগের প্রতিটি হামলায় রিতা খান অগ্রণী ভূমিকা রেখেছেন, যার ছবি ও প্রমাণ বিভিন্ন মিডিয়ায় রয়েছে।’

তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, রিতা খানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার হওয়া রিতা খান সাবেক তুরাগ থানা যুব মহিলা লীগের সভানেত্রী ছিলেন। তিনি তুরাগের বাউনিয়া দলিপাড়া এলাকার মৃত রহমত হোসেন খানের মেয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত