সাভার (ঢাকা) প্রতিনিধি

সাদা কাগজে স্বাক্ষর ও তারিখ লিখে বাসের টিকিট বলে বিক্রি করত একটি চক্র। দূরপাল্লার বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে এভাবে ফাঁদে ফেলত চক্রটি। পরে কৌশলে পালিয়ে যেত তারা। ওই চক্রের দুই সদস্যকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ায় উত্তরবঙ্গমুখী বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর এলাকার লিটন খান ওরফে লুটু মুন্সী (৩৭) ও পিরোজপুর সদর থানার মো. সেন্টু (২৯)। তাঁরা আশুলিয়া ও এর আশপাশের এলাকায় থাকতেন।
ভুক্তভোগী রাজু মিয়া প্রামাণিক পেশায় একজন পোশাকশ্রমিক। থাকেন আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকায়। গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার সময় প্রতারণার স্বীকার হন তিনি।
মামলার বিবরণে জানা গেছে, বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় লিটন খান ও সেন্টু ভুক্তভোগীকে কৌশলে জিজ্ঞেস করেন তিনি কোথায় যাবেন। জামালপুর বলার পরে তাঁরা জানান, তাঁদের কাছে টিকিট আছে। তিনি চাইলে ২০০ টাকায় নিতে পারবেন। পরে রাজি হলে তাঁরা সাদা কাগজে স্বাক্ষর করে সেটিকেই টিকিট বলে ভুক্তভোগীর হাতে ধরিয়ে দেন। পরে প্রতারণা বুঝতে পেরে টাকা ফেরত চান ভুক্তভোগী। টাকা ফেরত না দিলে র্যাবের টহল টিমকে জানান তিনি। পরে র্যাব আটক করে তাঁদের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ধরনের অপকর্ম করে আসছিলেন। তাঁদের কাছে সাদা কাগজের টিকিটসদৃশ কয়েকটি বান্ডেল পাওয়া গেছে।
র্যাব ৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সাদা কাগজে স্বাক্ষর ও তারিখ লিখে বাসের টিকিট বলে বিক্রি করত একটি চক্র। দূরপাল্লার বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে এভাবে ফাঁদে ফেলত চক্রটি। পরে কৌশলে পালিয়ে যেত তারা। ওই চক্রের দুই সদস্যকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ায় উত্তরবঙ্গমুখী বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর এলাকার লিটন খান ওরফে লুটু মুন্সী (৩৭) ও পিরোজপুর সদর থানার মো. সেন্টু (২৯)। তাঁরা আশুলিয়া ও এর আশপাশের এলাকায় থাকতেন।
ভুক্তভোগী রাজু মিয়া প্রামাণিক পেশায় একজন পোশাকশ্রমিক। থাকেন আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকায়। গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার সময় প্রতারণার স্বীকার হন তিনি।
মামলার বিবরণে জানা গেছে, বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় লিটন খান ও সেন্টু ভুক্তভোগীকে কৌশলে জিজ্ঞেস করেন তিনি কোথায় যাবেন। জামালপুর বলার পরে তাঁরা জানান, তাঁদের কাছে টিকিট আছে। তিনি চাইলে ২০০ টাকায় নিতে পারবেন। পরে রাজি হলে তাঁরা সাদা কাগজে স্বাক্ষর করে সেটিকেই টিকিট বলে ভুক্তভোগীর হাতে ধরিয়ে দেন। পরে প্রতারণা বুঝতে পেরে টাকা ফেরত চান ভুক্তভোগী। টাকা ফেরত না দিলে র্যাবের টহল টিমকে জানান তিনি। পরে র্যাব আটক করে তাঁদের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ধরনের অপকর্ম করে আসছিলেন। তাঁদের কাছে সাদা কাগজের টিকিটসদৃশ কয়েকটি বান্ডেল পাওয়া গেছে।
র্যাব ৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে