Ajker Patrika

জাবি কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই ঘণ্টায় শেষ

জাবি প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫: ৩৩
জাবি কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই ঘণ্টায় শেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তাদের চার দফা দাবি বাস্তবায়নের জন্য ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি দুই ঘণ্টায় শেষ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে এই কর্মসূচি পালন করে অফিসার্স সমিতি। 

বিক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা পর্যন্ত তাঁদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

কর্মকর্তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ৯ মার্চের সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল করতে হবে; কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটি পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠিত কমিটিতে অফিসার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করতে হবে; ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম কামরুজ্জামানকে অবিলম্বে রেজিস্ট্রার অফিস থেকে অন্যত্র বদলি করতে হবে এবং ভারপ্রাপ্ত সব অফিসপ্রধানকে স্থায়ী করতে হবে।

অফিসার্স সমিতির সভাপতি আজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজকের অবস্থান কর্মসূচি স্থগিত করেছি। উপাচার্য স্যারের সঙ্গে কথা হয়েছে। সামনে সিন্ডিকেট সভায় আমাদের তিনটি দাবি মেনে নিতে হবে। তবে একটি দাবি মানতে সিন্ডিকেট সভার প্রয়োজনীয়তা নেই। সেটা হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানের অন্যত্র বদলি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা ভাবার সুযোগ নেই যে, আজ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে সবকিছু শেষ হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত