নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতি ও অব্যাহত দুঃশাসনের ফলে সমাজে অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বত্র মানুষের অংশগ্রহণ ও গণতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।
আজ বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে নড়াইলে শিক্ষক নির্যাতন ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জোটের নেতৃবৃন্দ বলেন, ‘নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের ওপর প্রশাসনের উপস্থিতিতে নির্যাতন-লাঞ্ছনা, সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা—এই সব ঘটনাই সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতি ও অব্যাহত দুঃশাসনের ফল। এই দায় সরকার এড়াতে পারে না।’ তাঁরা বলেন, এসব ঘটনার তদন্ত করে প্রকৃত দোষী ও নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।
বাম জোটের নেতারা বলেন, সমাজে সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে। সমাজ অসহিষ্ণু হয়ে উঠেছে, ছাত্র শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে। এর থেকে উত্তরণে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে হবে। সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বত্র মানুষের অংশগ্রহণ ও গণতন্ত্র নিশ্চিত করতে হবে। তাঁরা বলেন, বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে স্বার্থান্বেষী মহল, ব্যক্তি, গোষ্ঠী নিজস্ব স্বার্থ হাসিল করে। এ জন্য ক্ষমতাসীন দলকে ব্যবহার করা হয়। এর থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে ন্যক্কারজনক এসব ঘটনার দায় সরকারকেই নিতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ সাম্প্রদায়িক তাণ্ডব ও অব্যাহত দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিচারহীনতা ও সরকারের সাম্প্রদায়িকতা তোষণের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা বিধান দাস প্রমুখ।

সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতি ও অব্যাহত দুঃশাসনের ফলে সমাজে অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বত্র মানুষের অংশগ্রহণ ও গণতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।
আজ বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে নড়াইলে শিক্ষক নির্যাতন ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জোটের নেতৃবৃন্দ বলেন, ‘নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের ওপর প্রশাসনের উপস্থিতিতে নির্যাতন-লাঞ্ছনা, সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা—এই সব ঘটনাই সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতি ও অব্যাহত দুঃশাসনের ফল। এই দায় সরকার এড়াতে পারে না।’ তাঁরা বলেন, এসব ঘটনার তদন্ত করে প্রকৃত দোষী ও নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।
বাম জোটের নেতারা বলেন, সমাজে সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে। সমাজ অসহিষ্ণু হয়ে উঠেছে, ছাত্র শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে। এর থেকে উত্তরণে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে হবে। সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বত্র মানুষের অংশগ্রহণ ও গণতন্ত্র নিশ্চিত করতে হবে। তাঁরা বলেন, বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে স্বার্থান্বেষী মহল, ব্যক্তি, গোষ্ঠী নিজস্ব স্বার্থ হাসিল করে। এ জন্য ক্ষমতাসীন দলকে ব্যবহার করা হয়। এর থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে ন্যক্কারজনক এসব ঘটনার দায় সরকারকেই নিতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ সাম্প্রদায়িক তাণ্ডব ও অব্যাহত দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিচারহীনতা ও সরকারের সাম্প্রদায়িকতা তোষণের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা বিধান দাস প্রমুখ।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে