নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছিলেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডিএই অবরুদ্ধ রাখেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় ডিএইর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি। পরে ডিএইর মহাপরিচালকের (ডিজি) সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল কৃষি উপদেষ্টার সঙ্গে দেখা করার পরিপ্রেক্ষিতে বেলা ৩টার দিকে অবস্থান থেকে সরে যান ডিপ্লোমা শিক্ষার্থীরা। তবে উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা জানা যায়নি।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গাড়িতে খামারবাড়ির সামনে এসে নামে। তাঁরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
কৃষি ডিপ্লোমাবিরোধী মিছিলে অংশ নেওয়া শেকৃবির আবু রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
দুপুরে শেকৃবির একদল শিক্ষার্থী যখন খামারবাড়ির বাইরের রাস্তায় স্লোগান দিচ্ছে, একই সময় খামারবাড়ির ভেতরে দাবি আদায়ে অবস্থান জারি রেখেছিলেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। তখন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে খামারবাড়ির গেটে অবস্থান নিয়েছিলেন বিপুলসংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্য।
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা জানিয়েছেন, উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের কৃষিসংশ্লিষ্ট অফিসগুলোতে অ্যাগ্রি ব্লকেড কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
ডিপ্লোমা শিক্ষার্থীদের অন্যতম নেতা রায়হান উদ্দিন শামীম বলেন, ‘বর্তমানে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজমান। কারণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম বৈষম্যের শিকার।’
বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের অধিকাংশ দাবি ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে। তারপরও তারা খামারবাড়ি অবরুদ্ধ করেছে। দুপুরের পর কৃষি ডিপ্লোমার ২০ জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছি। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে কৃষি উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।’
জানা গেছে, কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২৬০টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে, যেখানে কৃষিতে চার বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে।
আন্দোলনকারী ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকসংকট দূর করতে হবে।
বাকি দাবিগুলো হলো—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছিলেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডিএই অবরুদ্ধ রাখেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় ডিএইর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি। পরে ডিএইর মহাপরিচালকের (ডিজি) সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল কৃষি উপদেষ্টার সঙ্গে দেখা করার পরিপ্রেক্ষিতে বেলা ৩টার দিকে অবস্থান থেকে সরে যান ডিপ্লোমা শিক্ষার্থীরা। তবে উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা জানা যায়নি।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গাড়িতে খামারবাড়ির সামনে এসে নামে। তাঁরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
কৃষি ডিপ্লোমাবিরোধী মিছিলে অংশ নেওয়া শেকৃবির আবু রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
দুপুরে শেকৃবির একদল শিক্ষার্থী যখন খামারবাড়ির বাইরের রাস্তায় স্লোগান দিচ্ছে, একই সময় খামারবাড়ির ভেতরে দাবি আদায়ে অবস্থান জারি রেখেছিলেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। তখন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে খামারবাড়ির গেটে অবস্থান নিয়েছিলেন বিপুলসংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্য।
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা জানিয়েছেন, উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের কৃষিসংশ্লিষ্ট অফিসগুলোতে অ্যাগ্রি ব্লকেড কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
ডিপ্লোমা শিক্ষার্থীদের অন্যতম নেতা রায়হান উদ্দিন শামীম বলেন, ‘বর্তমানে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজমান। কারণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম বৈষম্যের শিকার।’
বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের অধিকাংশ দাবি ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে। তারপরও তারা খামারবাড়ি অবরুদ্ধ করেছে। দুপুরের পর কৃষি ডিপ্লোমার ২০ জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছি। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে কৃষি উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।’
জানা গেছে, কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২৬০টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে, যেখানে কৃষিতে চার বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে।
আন্দোলনকারী ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকসংকট দূর করতে হবে।
বাকি দাবিগুলো হলো—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৬ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৩৮ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে