মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রফিকুলের বাবা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে জেলার সদর থানায় গতকাল শুক্রবার মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা মো. সামসুল প্রামাণিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখেন।
স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা রফিকুলকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
রফিকুলের বোন ঝর্ণা আক্তার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন ধরে ভাই আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি। জানি না, ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব কি না।’
ঝর্ণা আক্তার আরও বলেন, ‘গতকাল সদর থানায় মামলা করার পরেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভাইয়ের ওপর হামলার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামিদের মধ্যে আবুল হোসেনের মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করে সংযোগ বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রফিকুলের বাবা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে জেলার সদর থানায় গতকাল শুক্রবার মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা মো. সামসুল প্রামাণিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখেন।
স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা রফিকুলকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
রফিকুলের বোন ঝর্ণা আক্তার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন ধরে ভাই আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি। জানি না, ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব কি না।’
ঝর্ণা আক্তার আরও বলেন, ‘গতকাল সদর থানায় মামলা করার পরেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভাইয়ের ওপর হামলার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামিদের মধ্যে আবুল হোসেনের মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করে সংযোগ বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই। তাহরিমা জান্নাত সুরভী নাগরিক সুবিধা পাননি। তাঁর সাথে কোনো ন্যায়বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।’
১১ মিনিট আগে
দেশে আগামী মাসের ১২ ফেব্রুয়ারি একই দিনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণভোট সামনে রেখে এরই মধ্যে সরকারের তরফ থেকে শুরু হয়েছে প্রচারণা। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভোটের গাড়ি। তবে মৌলভীবাজারে এই প্রচারণা সীমাবদ্ধ রয়েছে কেবল জেলা শহর পর্যন্ত। কিন্তু জেলার ৯২টি চা-বাগানের ভোটার এবং
৬ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ আট বছরেও শুরু হয়নি। জমি অধিগ্রহণ ও সাইনবোর্ড স্থাপনেই থেমে আছে প্রকল্প। এদিকে উপজেলার কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সময়মতো ফায়ার সার্ভিসের সেবা মিলছে না।
৭ ঘণ্টা আগে
তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে গাইবান্ধা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় চারা মরে যাচ্ছে, আবার জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা নষ্ট হচ্ছে। ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকে
৭ ঘণ্টা আগে