নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বব্যাপী অপরিকল্পিত নগরায়ণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ—দুটোই বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ আর মানবসৃষ্ট দুর্ভোগে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শহরকে রক্ষা করতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই।
আজ শনিবার রাজধানীর বাংলামোটর বিআইপি মিলনায়তনে ‘বৈশ্বিকভাবে শিখুন, স্থানীয় পর্যায়ে প্রয়োগ করুন: বাংলাদেশ পরিকল্পনা পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ আনিসুর রহমান। তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে অনেক শহর রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরগুলোতে ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা দেখা দিচ্ছে। এই চিত্রটা দিন দিন বাড়ছে। ১৯০০ সাল থেকে যদি আমরা বৈশ্বিক নগরায়ণ দেখি, তাহলে দেখা যায়, নগরায়ণ বেড়েছে, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও অনেক বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের নগরায়ণ ও উন্নয়ন টেকসই পর্যায়ে থাকবে না।’
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অধিকাংশ খাল বেদখল হয়ে গেছে। জলাধার ও খালি জায়গাগুলো নানাভাবে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এখন হাতিরঝিলে রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এত সুন্দর হাতিরঝিলে চিটাগাং রোডের সব গাড়ি নামিয়ে দেবেন? আমরা এ এক্সপ্রেসওয়ে হাতিরঝিলে নামতে দেব না।’
মেয়র আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান যদি অপরিকল্পিত কাজ করে, তাহলে সাধারণ লোকজন কী করবে।’
সেমিনারে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান, ইউএন-হ্যাবিটেট বাংলাদেশের কারিগরি উপদেষ্টা প্রিয়াঙ্কা কোচার, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রমুখ।
বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ইউএন-হ্যাবিটেট এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

বিশ্বব্যাপী অপরিকল্পিত নগরায়ণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ—দুটোই বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ আর মানবসৃষ্ট দুর্ভোগে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শহরকে রক্ষা করতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই।
আজ শনিবার রাজধানীর বাংলামোটর বিআইপি মিলনায়তনে ‘বৈশ্বিকভাবে শিখুন, স্থানীয় পর্যায়ে প্রয়োগ করুন: বাংলাদেশ পরিকল্পনা পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ আনিসুর রহমান। তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে অনেক শহর রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরগুলোতে ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা দেখা দিচ্ছে। এই চিত্রটা দিন দিন বাড়ছে। ১৯০০ সাল থেকে যদি আমরা বৈশ্বিক নগরায়ণ দেখি, তাহলে দেখা যায়, নগরায়ণ বেড়েছে, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও অনেক বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের নগরায়ণ ও উন্নয়ন টেকসই পর্যায়ে থাকবে না।’
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অধিকাংশ খাল বেদখল হয়ে গেছে। জলাধার ও খালি জায়গাগুলো নানাভাবে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এখন হাতিরঝিলে রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এত সুন্দর হাতিরঝিলে চিটাগাং রোডের সব গাড়ি নামিয়ে দেবেন? আমরা এ এক্সপ্রেসওয়ে হাতিরঝিলে নামতে দেব না।’
মেয়র আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান যদি অপরিকল্পিত কাজ করে, তাহলে সাধারণ লোকজন কী করবে।’
সেমিনারে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান, ইউএন-হ্যাবিটেট বাংলাদেশের কারিগরি উপদেষ্টা প্রিয়াঙ্কা কোচার, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রমুখ।
বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ইউএন-হ্যাবিটেট এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে