Ajker Patrika

নয়াটোলায় বাসা থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৬: ৪৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাতিঝিল থানার নয়াটোলা এলাকায় রাগীব নুর নোহান নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান।

রাগীব (২০) রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাউনখালী গ্রামের মেহেবুবুর রহমানের ছেলে। তাঁরা সপরিবারে রাজধানীর নয়াটোলা এলাকায় ভাড়ায় থাকতেন।

রাগীবের মামা সেলিম হাসপাতালে সাংবাদিকদের জানান, পরীক্ষার জন্য শুক্রবার রাতেও পড়াশোনা করেন রাগীব। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাগীবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে নয়াটোলা এলাকার এক বাসায় এক পরীক্ষার্থীর আত্মহত্যার খবর আমরা পেয়েছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। কী কারণে সে আত্মহত্যা করেছে, তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত