নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে ভিক্ষুক বিরোধী অভিযানের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের এক হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন এক ভিক্ষুক। আজ বুধবার গুলশান-২ এলাকায় সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ভিক্ষুক বিরোধী অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী।
অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, অভিযানের সময় আটক ভিক্ষুক তারা মিয়া তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক হাজার টাকা ঘুষও সাধেন। তবে ছাড়া পাননি তারা মিয়া। তাকে সমাজ সেবা অধিদপ্তরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
চন্দন কুমার মিত্র আরও জানান, অভিযানে ১৬ জন ভিক্ষুককে আটক করা হয়। এর মধ্যে এক নারী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে এক থেকে দেড় মাস তাদের রেখে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।
চন্দন কুমার আরও জানান, স্থান সংকুলান না হলে ময়মনসিংহ, গাজীপুরসহ দেশের ৬টি আশ্রয়কেন্দ্রে তাদের পাঠিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে ভিক্ষুক বিরোধী অভিযান চালানো হবে। নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলমান থাকবে। স্বাবলম্বী হতে অভিযানে আটককৃতদের প্রশিক্ষণের পর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

রাজধানীর গুলশানে ভিক্ষুক বিরোধী অভিযানের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের এক হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন এক ভিক্ষুক। আজ বুধবার গুলশান-২ এলাকায় সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ভিক্ষুক বিরোধী অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী।
অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, অভিযানের সময় আটক ভিক্ষুক তারা মিয়া তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক হাজার টাকা ঘুষও সাধেন। তবে ছাড়া পাননি তারা মিয়া। তাকে সমাজ সেবা অধিদপ্তরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
চন্দন কুমার মিত্র আরও জানান, অভিযানে ১৬ জন ভিক্ষুককে আটক করা হয়। এর মধ্যে এক নারী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে এক থেকে দেড় মাস তাদের রেখে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।
চন্দন কুমার আরও জানান, স্থান সংকুলান না হলে ময়মনসিংহ, গাজীপুরসহ দেশের ৬টি আশ্রয়কেন্দ্রে তাদের পাঠিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে ভিক্ষুক বিরোধী অভিযান চালানো হবে। নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলমান থাকবে। স্বাবলম্বী হতে অভিযানে আটককৃতদের প্রশিক্ষণের পর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
২৫ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
২৮ মিনিট আগে