নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা যাত্রী বেশে বাসে উঠে তিন নারীর স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার নামাবাজারের পাগলনাথ ইলেকট্রনিকসের মালিক প্রবীর সাহা বলেন, আমাদের বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে আমার মামি কল্পনা সাহা (৫৫) তাঁর দুই মেয়ে রূপা সাহা (৩৩) ও তুলি সাহাকে (৩০) নিয়ে আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে বাসে করে সাভার আসছিলেন। বাসটি সাভার বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজারের সামনে পৌঁছলে চার ছিনতাইকারী তাঁদের কাছ থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
রূপা সাহা বলেন, ‘আমরা কালিকাকৈর থেকে একটি বাসে করে প্রথমে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে নামি। সেখান থেকে সাভার আসার জন্য ‘সাভার পরিবহন’-এর ঢাকাগামী একটি বাসে (ঢাকা-মেট্রো-গ-১২-০৬৭৮) উঠি। বাসটি সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের কাছে পৌঁছালে যাত্রীবেশে বাসে থাকা চার ছিনতাইকারী ছুরি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে।
এরপর তারা চলন্ত বাসের ভেতরে ছুরির ভয় দেখিয়ে আমাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ বের করে দিতে বলে। একপর্যায়ে তারা আমাদের দুই বোনের গলায় থাকা দুই ভরির দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এর পরপরই তারা মায়ের কানে থাকা আট আনার দুল ছিনিয়ে নেয়। পরে চালক বাস থামিয়ে দিলে ছিনতাইকারীরা নেমে যায়। কান থেকে দুল ছিনিয়ে নেওয়ায় মায়ের দুই কানই ছিঁড়ে যায়।
রূপা আরও বলেন, আমরা বসে ছিলাম চালকের পাশে নারী আসনে। ছিনতাইকারীরা ছিল পেছনের আসনে। ছিনতাইকারী ছাড়াও বাসে আরও ২০-২৫ জন যাত্রী ছিল। কিন্তু ছিনতাইকারীরা আর কারও স্বর্ণ, মোবাইল বা টাকা ছিনিয়ে না নিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসে। এ সময় অন্য যাত্রীরা নীরব দর্শকের মতো বসে ছিলেন। বাসের চালক ও চালকের সহযোগীসহ বাসের সুপারভাইজারও তাদের আটকানোর চেষ্টা করেনি; বরং ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর চালক বাসটি থামিয়ে দিলে তারা নেমে যায়। এরপর চালক বাসটি কিছুদূর চালিয়ে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেন।
ঘটনার পর কল্পনা সাহার বড় মেয়ে বিথী সাহা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘আমি থানার বাইরে আছি। থানায় গিয়ে ব্যবস্থা নেব।’

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা যাত্রী বেশে বাসে উঠে তিন নারীর স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার নামাবাজারের পাগলনাথ ইলেকট্রনিকসের মালিক প্রবীর সাহা বলেন, আমাদের বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে আমার মামি কল্পনা সাহা (৫৫) তাঁর দুই মেয়ে রূপা সাহা (৩৩) ও তুলি সাহাকে (৩০) নিয়ে আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে বাসে করে সাভার আসছিলেন। বাসটি সাভার বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজারের সামনে পৌঁছলে চার ছিনতাইকারী তাঁদের কাছ থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
রূপা সাহা বলেন, ‘আমরা কালিকাকৈর থেকে একটি বাসে করে প্রথমে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে নামি। সেখান থেকে সাভার আসার জন্য ‘সাভার পরিবহন’-এর ঢাকাগামী একটি বাসে (ঢাকা-মেট্রো-গ-১২-০৬৭৮) উঠি। বাসটি সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের কাছে পৌঁছালে যাত্রীবেশে বাসে থাকা চার ছিনতাইকারী ছুরি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে।
এরপর তারা চলন্ত বাসের ভেতরে ছুরির ভয় দেখিয়ে আমাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ বের করে দিতে বলে। একপর্যায়ে তারা আমাদের দুই বোনের গলায় থাকা দুই ভরির দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এর পরপরই তারা মায়ের কানে থাকা আট আনার দুল ছিনিয়ে নেয়। পরে চালক বাস থামিয়ে দিলে ছিনতাইকারীরা নেমে যায়। কান থেকে দুল ছিনিয়ে নেওয়ায় মায়ের দুই কানই ছিঁড়ে যায়।
রূপা আরও বলেন, আমরা বসে ছিলাম চালকের পাশে নারী আসনে। ছিনতাইকারীরা ছিল পেছনের আসনে। ছিনতাইকারী ছাড়াও বাসে আরও ২০-২৫ জন যাত্রী ছিল। কিন্তু ছিনতাইকারীরা আর কারও স্বর্ণ, মোবাইল বা টাকা ছিনিয়ে না নিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসে। এ সময় অন্য যাত্রীরা নীরব দর্শকের মতো বসে ছিলেন। বাসের চালক ও চালকের সহযোগীসহ বাসের সুপারভাইজারও তাদের আটকানোর চেষ্টা করেনি; বরং ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর চালক বাসটি থামিয়ে দিলে তারা নেমে যায়। এরপর চালক বাসটি কিছুদূর চালিয়ে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেন।
ঘটনার পর কল্পনা সাহার বড় মেয়ে বিথী সাহা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘আমি থানার বাইরে আছি। থানায় গিয়ে ব্যবস্থা নেব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে