নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা যাত্রী বেশে বাসে উঠে তিন নারীর স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার নামাবাজারের পাগলনাথ ইলেকট্রনিকসের মালিক প্রবীর সাহা বলেন, আমাদের বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে আমার মামি কল্পনা সাহা (৫৫) তাঁর দুই মেয়ে রূপা সাহা (৩৩) ও তুলি সাহাকে (৩০) নিয়ে আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে বাসে করে সাভার আসছিলেন। বাসটি সাভার বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজারের সামনে পৌঁছলে চার ছিনতাইকারী তাঁদের কাছ থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
রূপা সাহা বলেন, ‘আমরা কালিকাকৈর থেকে একটি বাসে করে প্রথমে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে নামি। সেখান থেকে সাভার আসার জন্য ‘সাভার পরিবহন’-এর ঢাকাগামী একটি বাসে (ঢাকা-মেট্রো-গ-১২-০৬৭৮) উঠি। বাসটি সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের কাছে পৌঁছালে যাত্রীবেশে বাসে থাকা চার ছিনতাইকারী ছুরি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে।
এরপর তারা চলন্ত বাসের ভেতরে ছুরির ভয় দেখিয়ে আমাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ বের করে দিতে বলে। একপর্যায়ে তারা আমাদের দুই বোনের গলায় থাকা দুই ভরির দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এর পরপরই তারা মায়ের কানে থাকা আট আনার দুল ছিনিয়ে নেয়। পরে চালক বাস থামিয়ে দিলে ছিনতাইকারীরা নেমে যায়। কান থেকে দুল ছিনিয়ে নেওয়ায় মায়ের দুই কানই ছিঁড়ে যায়।
রূপা আরও বলেন, আমরা বসে ছিলাম চালকের পাশে নারী আসনে। ছিনতাইকারীরা ছিল পেছনের আসনে। ছিনতাইকারী ছাড়াও বাসে আরও ২০-২৫ জন যাত্রী ছিল। কিন্তু ছিনতাইকারীরা আর কারও স্বর্ণ, মোবাইল বা টাকা ছিনিয়ে না নিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসে। এ সময় অন্য যাত্রীরা নীরব দর্শকের মতো বসে ছিলেন। বাসের চালক ও চালকের সহযোগীসহ বাসের সুপারভাইজারও তাদের আটকানোর চেষ্টা করেনি; বরং ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর চালক বাসটি থামিয়ে দিলে তারা নেমে যায়। এরপর চালক বাসটি কিছুদূর চালিয়ে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেন।
ঘটনার পর কল্পনা সাহার বড় মেয়ে বিথী সাহা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘আমি থানার বাইরে আছি। থানায় গিয়ে ব্যবস্থা নেব।’

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা যাত্রী বেশে বাসে উঠে তিন নারীর স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার নামাবাজারের পাগলনাথ ইলেকট্রনিকসের মালিক প্রবীর সাহা বলেন, আমাদের বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে আমার মামি কল্পনা সাহা (৫৫) তাঁর দুই মেয়ে রূপা সাহা (৩৩) ও তুলি সাহাকে (৩০) নিয়ে আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে বাসে করে সাভার আসছিলেন। বাসটি সাভার বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজারের সামনে পৌঁছলে চার ছিনতাইকারী তাঁদের কাছ থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
রূপা সাহা বলেন, ‘আমরা কালিকাকৈর থেকে একটি বাসে করে প্রথমে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে নামি। সেখান থেকে সাভার আসার জন্য ‘সাভার পরিবহন’-এর ঢাকাগামী একটি বাসে (ঢাকা-মেট্রো-গ-১২-০৬৭৮) উঠি। বাসটি সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের কাছে পৌঁছালে যাত্রীবেশে বাসে থাকা চার ছিনতাইকারী ছুরি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে।
এরপর তারা চলন্ত বাসের ভেতরে ছুরির ভয় দেখিয়ে আমাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ বের করে দিতে বলে। একপর্যায়ে তারা আমাদের দুই বোনের গলায় থাকা দুই ভরির দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এর পরপরই তারা মায়ের কানে থাকা আট আনার দুল ছিনিয়ে নেয়। পরে চালক বাস থামিয়ে দিলে ছিনতাইকারীরা নেমে যায়। কান থেকে দুল ছিনিয়ে নেওয়ায় মায়ের দুই কানই ছিঁড়ে যায়।
রূপা আরও বলেন, আমরা বসে ছিলাম চালকের পাশে নারী আসনে। ছিনতাইকারীরা ছিল পেছনের আসনে। ছিনতাইকারী ছাড়াও বাসে আরও ২০-২৫ জন যাত্রী ছিল। কিন্তু ছিনতাইকারীরা আর কারও স্বর্ণ, মোবাইল বা টাকা ছিনিয়ে না নিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসে। এ সময় অন্য যাত্রীরা নীরব দর্শকের মতো বসে ছিলেন। বাসের চালক ও চালকের সহযোগীসহ বাসের সুপারভাইজারও তাদের আটকানোর চেষ্টা করেনি; বরং ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর চালক বাসটি থামিয়ে দিলে তারা নেমে যায়। এরপর চালক বাসটি কিছুদূর চালিয়ে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেন।
ঘটনার পর কল্পনা সাহার বড় মেয়ে বিথী সাহা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘আমি থানার বাইরে আছি। থানায় গিয়ে ব্যবস্থা নেব।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে