নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
এর আগে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন প্রতিহতকারীদের হুমকির কারণে এবার নির্বাচন শান্তিপূর্ণ করা চ্যালেঞ্জ। ভোটাররা নির্বাচন উৎসবমুখর করতে পুলিশের সঙ্গে থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সব সহায়তা দেওয়া হবে।
কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করব। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পারব বলে আশা করি।’
সম্প্রতি রেলের নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত অক্টোবর মাসের ২৮ তারিখের পর থেকে এখন পর্যন্ত নানাভাবে জ্বালা পোড়াও ইত্যাদি নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে। বেশিরভাগই কিন্তু পুলিশ উদঘাটন করতে সক্ষম হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এগুলো যেন ভবিষ্যতে ঘটতে না পারে সে জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। রেলে যেন আর নাশকতা না হতে পারে সে জন্য আনসারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আদেশ-নির্দেশ মানতে বদ্ধপরিকর। ব্যালট পেপার পরে যাবে। দুর্গম এলাকায় নিরাপত্তা দিয়ে ব্যালট নিয়ে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি রয়েছে। যে ধরনের নির্দেশনা আসবে, আমরা সেভাবে কাজ করব। কোনো ধরনের হস্তক্ষেপ মানা হবে না।’
সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশে কোনো আপত্তি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে, তারা সবাই এটি মেনে নিয়েছে। নির্বাচন-সংশ্লিষ্ট জিনিস আগের দিন কেন্দ্রে পাঠানো হবে। কেবল ব্যালট পেপারটি সকালে পৌঁছানো হবে। সে জন্য নির্বাচন কমিশন কিছু গ্রাউন্ড ড্রাফট করেছে। কিছু উপনির্বাচন হয়েছে, সেখানে তারা এই পরীক্ষাগুলো চালিয়েছে। পাহাড়ি অঞ্চল হাওর অঞ্চল এই সমস্ত প্রতিকূল এলাকার বিষয়ে আলাদা ডিসিশন রয়েছে। সেভাবেই সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। সবার সম্মিলিত প্রয়াস থাকলে সামনে যে ভোটযুদ্ধ, সেটি সফল হবে।’
সিইসির সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, যার যা দায়িত্ব পালন করা দরকার সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা সমন্বয় সভা। নির্বাচনে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তা দেখভালের কথা বলা হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
এর আগে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন প্রতিহতকারীদের হুমকির কারণে এবার নির্বাচন শান্তিপূর্ণ করা চ্যালেঞ্জ। ভোটাররা নির্বাচন উৎসবমুখর করতে পুলিশের সঙ্গে থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সব সহায়তা দেওয়া হবে।
কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করব। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পারব বলে আশা করি।’
সম্প্রতি রেলের নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত অক্টোবর মাসের ২৮ তারিখের পর থেকে এখন পর্যন্ত নানাভাবে জ্বালা পোড়াও ইত্যাদি নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে। বেশিরভাগই কিন্তু পুলিশ উদঘাটন করতে সক্ষম হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এগুলো যেন ভবিষ্যতে ঘটতে না পারে সে জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। রেলে যেন আর নাশকতা না হতে পারে সে জন্য আনসারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আদেশ-নির্দেশ মানতে বদ্ধপরিকর। ব্যালট পেপার পরে যাবে। দুর্গম এলাকায় নিরাপত্তা দিয়ে ব্যালট নিয়ে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি রয়েছে। যে ধরনের নির্দেশনা আসবে, আমরা সেভাবে কাজ করব। কোনো ধরনের হস্তক্ষেপ মানা হবে না।’
সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশে কোনো আপত্তি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে, তারা সবাই এটি মেনে নিয়েছে। নির্বাচন-সংশ্লিষ্ট জিনিস আগের দিন কেন্দ্রে পাঠানো হবে। কেবল ব্যালট পেপারটি সকালে পৌঁছানো হবে। সে জন্য নির্বাচন কমিশন কিছু গ্রাউন্ড ড্রাফট করেছে। কিছু উপনির্বাচন হয়েছে, সেখানে তারা এই পরীক্ষাগুলো চালিয়েছে। পাহাড়ি অঞ্চল হাওর অঞ্চল এই সমস্ত প্রতিকূল এলাকার বিষয়ে আলাদা ডিসিশন রয়েছে। সেভাবেই সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। সবার সম্মিলিত প্রয়াস থাকলে সামনে যে ভোটযুদ্ধ, সেটি সফল হবে।’
সিইসির সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, যার যা দায়িত্ব পালন করা দরকার সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা সমন্বয় সভা। নির্বাচনে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তা দেখভালের কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে