Ajker Patrika

‘মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২৩, ২০: ৪৯
‘মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে’

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর নেতারা। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর উদ্যোগে মুক্তিযুদ্ধর অন্যতম সংগঠক, বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভায় এ কথা বলেন তাঁরা।

বক্তারা বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে কাজ শুরু করেছিলেন, তা শেষ করে যেতে পারেননি। আমাদের সেই কার্যক্রমকে এগিয়ে যেতে হবে। পাকিস্তান পর্বে তিনি যেমন মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, তেমনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও মৃত্যুর আগ পর্যন্ত সেই লড়াই চালিয়ে গেছেন। ২ হাজার ৩৬১টি জন গেরিলা মুক্তিযোদ্ধার স্বীকৃতির পর সেই গেজেটটা একবার বাতিল হয়ে গিয়েছিল। পরে সেটি কোর্টে নিয়ে গিয়ে স্বীকৃতি আদায় করে নিয়েছিলেন তিনি। তবে এখনো অনেক গেরিলা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি। তাঁদের স্বীকৃতির জন্যও পঙ্কজ ভট্টাচার্যের মতো চেষ্টা করতে হবে।’

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বামপন্থী নেতা মঞ্জুরুল আহসান খান, ডা. সারোয়ার আলী, সুব্রত চৌধুরী, আব্দুল হালিম চৌধুরীসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত