
মিল্টন সমাদ্দারের আশ্রম ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’ মারা যাওয়া ব্যক্তিদের লাশ রাতের আঁধারে খুব গোপনে দাফন করা হতো। লাশ দাফনের আগে সিটি করপোরেশনের যে সনদের প্রয়োজন হতো, সেটা তিনি কখনোই নিতেন না। উল্টো সব কাজ শেষে নিজেই সিটি করপোরেশনের সিল-সই দিয়ে সনদ বানিয়ে রাখতেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘মিল্টন সমাদ্দারকে পুলিশ গতকাল (বুধবার) রাতে গ্রেপ্তার করে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোট তিনটি মামলা হবে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে। রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে মামলাটি হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তাঁর যে অপকর্মগুলো আছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘রাতের আঁধারে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন। সিটি করপোরেশনের সিল নিজেই মারতেন। সেই কাগজগুলো পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া আরও দুজন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আছেন। দ্রুতই সেগুলো নথিভুক্ত হবে।’
ডিবিপ্রধান বলেন, ‘মিল্টনকে রিমান্ডে নিয়ে তাঁর স্ত্রীকেও (মিতু হালদার) ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি কেউ তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, তাহলে তাঁকেও গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো তিনি অস্বীকার করতে পারেননি।’
জানা গেছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সী ছাব্বির বলেন, ‘মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার হয়েছে। জাল মৃত্যুসনদ তৈরিরর অভিযোগে একটি। তাঁর আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এ ছাড়া মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন।’
এর আগে, বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের করে পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তাঁর অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন:

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২২ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে