নিজস্ব প্রতিবেদক ঢাকা

ব্যবসায়ীকে অপহরণের পর চাঁদা দাবি ও চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুজনকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
দুই পুলিশ সদস্য হলেন এসআই রেজাউল করিম ও কনস্টেবল আবু সাঈদ। তাঁরা সিআইডিতে কর্মরত ছিলেন। এসআই রেজাউলকে গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী ও কনস্টেবল আবু সাঈদকে আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দুই দিনে আদালতে হাজির করে তাদের মামলা তদন্ত শেষ পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভাটার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাকিব দুজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার রেজাউল করিমকে ও গতকাল আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
গত ৩১ অক্টোবর ভাটারা থানায় এই মামলাটি দায়ের করেন মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ী। মামলার এজাহারে বলা হয়, গত ৭ অক্টোবর এই ব্যবসায়ীর মোবাইল ফোনে সিআইডির কর্মকর্তা পরিচয় ফোন দিয়ে তার বাসার ঠিকানা জানতে চান। তিনি পুলিশের কোনো প্রয়োজন মনে করে বাসার ঠিকানা দেন। পরদিন ৮ অক্টোবর বেলা ১১টায় সিআইডির পোশাক পরা হেলমেট পরিহিত অবস্থায় বাদীর দক্ষিণ কুড়িলের বাসায় যান। বাদীর সঙ্গে কথা আছে বলে তাঁকে নিচে নিয়ে যান। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে পূর্বাচলের এক নির্জন স্থানে যান। সেখানে হাত কড়া পরিয়ে তাঁকে বসিয়ে রাখা হয়। তাঁকে মারধর করা হয় এবং তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তিনি ভয়ে ৩ লাখ টাকা নগদ প্রদান করেন সিআইডি পরিচয়ধারীদের।
কিন্তু এতেও তাঁরা ক্ষান্ত হননি। বাদীর এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে আরও ৫ লাখ ২০ হাজার টাকা তাঁরা নিয়ে যান। একই সঙ্গে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেন। ২৫ অক্টোবর পর্যন্ত এই বাদীকে তাঁরা ভয়ভীতি দেখাতে থাকেন। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এরপর ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ-আলোচনা করার পর ৩১ অক্টোবর মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলা তদন্তভার পাওয়ার পর এই অভিযোগের সূত্র ধরে ব্যাংকের সিসিটিভি পর্যালোচনা করে ইমন সরদার নামে একজনকে আটক করা হয়। পরে আব্দুল্লাহ আল ফাহিম নামে আরেকজনকে আটক করা হয়। ইমন সরদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করার পর দেখা যায়, সিআইডিতে কর্মরত এসআই রেজাউল ও কনস্টেবল আবু সাঈদ দুজনই এই ঘটনার মূল হোতা।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে আরও উল্লেখ করেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক না রাখলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

ব্যবসায়ীকে অপহরণের পর চাঁদা দাবি ও চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুজনকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
দুই পুলিশ সদস্য হলেন এসআই রেজাউল করিম ও কনস্টেবল আবু সাঈদ। তাঁরা সিআইডিতে কর্মরত ছিলেন। এসআই রেজাউলকে গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী ও কনস্টেবল আবু সাঈদকে আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দুই দিনে আদালতে হাজির করে তাদের মামলা তদন্ত শেষ পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভাটার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাকিব দুজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার রেজাউল করিমকে ও গতকাল আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
গত ৩১ অক্টোবর ভাটারা থানায় এই মামলাটি দায়ের করেন মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ী। মামলার এজাহারে বলা হয়, গত ৭ অক্টোবর এই ব্যবসায়ীর মোবাইল ফোনে সিআইডির কর্মকর্তা পরিচয় ফোন দিয়ে তার বাসার ঠিকানা জানতে চান। তিনি পুলিশের কোনো প্রয়োজন মনে করে বাসার ঠিকানা দেন। পরদিন ৮ অক্টোবর বেলা ১১টায় সিআইডির পোশাক পরা হেলমেট পরিহিত অবস্থায় বাদীর দক্ষিণ কুড়িলের বাসায় যান। বাদীর সঙ্গে কথা আছে বলে তাঁকে নিচে নিয়ে যান। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে পূর্বাচলের এক নির্জন স্থানে যান। সেখানে হাত কড়া পরিয়ে তাঁকে বসিয়ে রাখা হয়। তাঁকে মারধর করা হয় এবং তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তিনি ভয়ে ৩ লাখ টাকা নগদ প্রদান করেন সিআইডি পরিচয়ধারীদের।
কিন্তু এতেও তাঁরা ক্ষান্ত হননি। বাদীর এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে আরও ৫ লাখ ২০ হাজার টাকা তাঁরা নিয়ে যান। একই সঙ্গে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেন। ২৫ অক্টোবর পর্যন্ত এই বাদীকে তাঁরা ভয়ভীতি দেখাতে থাকেন। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এরপর ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ-আলোচনা করার পর ৩১ অক্টোবর মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলা তদন্তভার পাওয়ার পর এই অভিযোগের সূত্র ধরে ব্যাংকের সিসিটিভি পর্যালোচনা করে ইমন সরদার নামে একজনকে আটক করা হয়। পরে আব্দুল্লাহ আল ফাহিম নামে আরেকজনকে আটক করা হয়। ইমন সরদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করার পর দেখা যায়, সিআইডিতে কর্মরত এসআই রেজাউল ও কনস্টেবল আবু সাঈদ দুজনই এই ঘটনার মূল হোতা।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে আরও উল্লেখ করেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক না রাখলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৮ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৪ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে