নিজস্ব প্রতিবেদক ঢাকা

ব্যবসায়ীকে অপহরণের পর চাঁদা দাবি ও চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুজনকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
দুই পুলিশ সদস্য হলেন এসআই রেজাউল করিম ও কনস্টেবল আবু সাঈদ। তাঁরা সিআইডিতে কর্মরত ছিলেন। এসআই রেজাউলকে গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী ও কনস্টেবল আবু সাঈদকে আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দুই দিনে আদালতে হাজির করে তাদের মামলা তদন্ত শেষ পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভাটার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাকিব দুজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার রেজাউল করিমকে ও গতকাল আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
গত ৩১ অক্টোবর ভাটারা থানায় এই মামলাটি দায়ের করেন মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ী। মামলার এজাহারে বলা হয়, গত ৭ অক্টোবর এই ব্যবসায়ীর মোবাইল ফোনে সিআইডির কর্মকর্তা পরিচয় ফোন দিয়ে তার বাসার ঠিকানা জানতে চান। তিনি পুলিশের কোনো প্রয়োজন মনে করে বাসার ঠিকানা দেন। পরদিন ৮ অক্টোবর বেলা ১১টায় সিআইডির পোশাক পরা হেলমেট পরিহিত অবস্থায় বাদীর দক্ষিণ কুড়িলের বাসায় যান। বাদীর সঙ্গে কথা আছে বলে তাঁকে নিচে নিয়ে যান। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে পূর্বাচলের এক নির্জন স্থানে যান। সেখানে হাত কড়া পরিয়ে তাঁকে বসিয়ে রাখা হয়। তাঁকে মারধর করা হয় এবং তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তিনি ভয়ে ৩ লাখ টাকা নগদ প্রদান করেন সিআইডি পরিচয়ধারীদের।
কিন্তু এতেও তাঁরা ক্ষান্ত হননি। বাদীর এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে আরও ৫ লাখ ২০ হাজার টাকা তাঁরা নিয়ে যান। একই সঙ্গে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেন। ২৫ অক্টোবর পর্যন্ত এই বাদীকে তাঁরা ভয়ভীতি দেখাতে থাকেন। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এরপর ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ-আলোচনা করার পর ৩১ অক্টোবর মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলা তদন্তভার পাওয়ার পর এই অভিযোগের সূত্র ধরে ব্যাংকের সিসিটিভি পর্যালোচনা করে ইমন সরদার নামে একজনকে আটক করা হয়। পরে আব্দুল্লাহ আল ফাহিম নামে আরেকজনকে আটক করা হয়। ইমন সরদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করার পর দেখা যায়, সিআইডিতে কর্মরত এসআই রেজাউল ও কনস্টেবল আবু সাঈদ দুজনই এই ঘটনার মূল হোতা।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে আরও উল্লেখ করেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক না রাখলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

ব্যবসায়ীকে অপহরণের পর চাঁদা দাবি ও চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুজনকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
দুই পুলিশ সদস্য হলেন এসআই রেজাউল করিম ও কনস্টেবল আবু সাঈদ। তাঁরা সিআইডিতে কর্মরত ছিলেন। এসআই রেজাউলকে গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী ও কনস্টেবল আবু সাঈদকে আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দুই দিনে আদালতে হাজির করে তাদের মামলা তদন্ত শেষ পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভাটার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাকিব দুজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার রেজাউল করিমকে ও গতকাল আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
গত ৩১ অক্টোবর ভাটারা থানায় এই মামলাটি দায়ের করেন মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ী। মামলার এজাহারে বলা হয়, গত ৭ অক্টোবর এই ব্যবসায়ীর মোবাইল ফোনে সিআইডির কর্মকর্তা পরিচয় ফোন দিয়ে তার বাসার ঠিকানা জানতে চান। তিনি পুলিশের কোনো প্রয়োজন মনে করে বাসার ঠিকানা দেন। পরদিন ৮ অক্টোবর বেলা ১১টায় সিআইডির পোশাক পরা হেলমেট পরিহিত অবস্থায় বাদীর দক্ষিণ কুড়িলের বাসায় যান। বাদীর সঙ্গে কথা আছে বলে তাঁকে নিচে নিয়ে যান। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে পূর্বাচলের এক নির্জন স্থানে যান। সেখানে হাত কড়া পরিয়ে তাঁকে বসিয়ে রাখা হয়। তাঁকে মারধর করা হয় এবং তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তিনি ভয়ে ৩ লাখ টাকা নগদ প্রদান করেন সিআইডি পরিচয়ধারীদের।
কিন্তু এতেও তাঁরা ক্ষান্ত হননি। বাদীর এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে আরও ৫ লাখ ২০ হাজার টাকা তাঁরা নিয়ে যান। একই সঙ্গে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেন। ২৫ অক্টোবর পর্যন্ত এই বাদীকে তাঁরা ভয়ভীতি দেখাতে থাকেন। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এরপর ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ-আলোচনা করার পর ৩১ অক্টোবর মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলা তদন্তভার পাওয়ার পর এই অভিযোগের সূত্র ধরে ব্যাংকের সিসিটিভি পর্যালোচনা করে ইমন সরদার নামে একজনকে আটক করা হয়। পরে আব্দুল্লাহ আল ফাহিম নামে আরেকজনকে আটক করা হয়। ইমন সরদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করার পর দেখা যায়, সিআইডিতে কর্মরত এসআই রেজাউল ও কনস্টেবল আবু সাঈদ দুজনই এই ঘটনার মূল হোতা।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে আরও উল্লেখ করেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক না রাখলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে