নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আব্দুর রব ভূঞা। এ ছাড়া সাধারণ সম্পাদক আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আইডিইবির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে নৈতিকতাবিবর্জিত দাবি করে বলা হয়, এঁরা নারী কেলেঙ্কারির কারণে পুলিশ বাদী মামলার আসামি। ঋণখেলাপির দায়ে তাঁদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁরা আইডিইবিতে বিভক্তি ও অনৈক্যকে স্থায়ী রূপ দিয়ে সদস্যদের ক্ষতি করে চলছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নীতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত দুইটি নির্বাচনে আইডিইবির নেতারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গুম করে রাখেন এবং নমিনেশন পেপার জমা দিতে দেননি। এ ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে কিছু নতুন নিয়ম তৈরি করেছেন তাঁরা।
এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত আইডিইবির সদস্য হলেই তাঁরা ভোটার হতে পারতেন, কিন্তু এখন ভোটার হতে হলে এক বছর আগে সদস্য হতে হবে। আগে নির্বাচনের পূর্বের তিন বছরের বার্ষিক চাঁদা পরিশোধ করলেই সদস্যরা ভোটার হতে পারতেন, এখন ভোটার হতে হলে সদস্য হওয়ার পর থেকে বিগত সব বছরের চাঁদা পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বর্তমান কমিটি দুই বছরের টার্মকে তিন বছরে রূপান্তর করেছে এবং একই পদে পরপর দুই টার্মের বেশি নির্বাচন না করার বিধানটিও বিলুপ্ত করেছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আব্দুর রব ভূঞা। এ ছাড়া সাধারণ সম্পাদক আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আইডিইবির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে নৈতিকতাবিবর্জিত দাবি করে বলা হয়, এঁরা নারী কেলেঙ্কারির কারণে পুলিশ বাদী মামলার আসামি। ঋণখেলাপির দায়ে তাঁদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁরা আইডিইবিতে বিভক্তি ও অনৈক্যকে স্থায়ী রূপ দিয়ে সদস্যদের ক্ষতি করে চলছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নীতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত দুইটি নির্বাচনে আইডিইবির নেতারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গুম করে রাখেন এবং নমিনেশন পেপার জমা দিতে দেননি। এ ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে কিছু নতুন নিয়ম তৈরি করেছেন তাঁরা।
এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত আইডিইবির সদস্য হলেই তাঁরা ভোটার হতে পারতেন, কিন্তু এখন ভোটার হতে হলে এক বছর আগে সদস্য হতে হবে। আগে নির্বাচনের পূর্বের তিন বছরের বার্ষিক চাঁদা পরিশোধ করলেই সদস্যরা ভোটার হতে পারতেন, এখন ভোটার হতে হলে সদস্য হওয়ার পর থেকে বিগত সব বছরের চাঁদা পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বর্তমান কমিটি দুই বছরের টার্মকে তিন বছরে রূপান্তর করেছে এবং একই পদে পরপর দুই টার্মের বেশি নির্বাচন না করার বিধানটিও বিলুপ্ত করেছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে