নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকায় বহুল আলোচিত দরজি দোকানের কর্মী বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ১০ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক।
ফজলুল হক জানান, ২০১২ সালে ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সূত্রাপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। গ্রেপ্তার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও সে পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে মহামান্য হাইকোর্ট এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) এর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। এই সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিল।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি ইউনুছ (৩৬) কে গ্রেপ্তার করে র্যাব-২। গ্রেপ্তার ইউনুছ মাগুরা জেলার সদর থানার খন্দকার ইয়াকুব আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে ইউনুছ র্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

রাজধানীর পুরান ঢাকায় বহুল আলোচিত দরজি দোকানের কর্মী বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ১০ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক।
ফজলুল হক জানান, ২০১২ সালে ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সূত্রাপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। গ্রেপ্তার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও সে পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে মহামান্য হাইকোর্ট এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) এর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। এই সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিল।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি ইউনুছ (৩৬) কে গ্রেপ্তার করে র্যাব-২। গ্রেপ্তার ইউনুছ মাগুরা জেলার সদর থানার খন্দকার ইয়াকুব আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে ইউনুছ র্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৫ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে