
আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ সোমবার ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব কর্ণগোপ এলাকায় কলেজ ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে ক্যাম্পাসের সামনে থেকে শোভাযাত্রা বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে শুরু করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তনেরাও অংশ নেন। তাঁদের আগমনে অনুষ্ঠানজুড়ে তৈরি হয় মিলনমেলা।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম বলেন, ‘মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডাক্তার তৈরির জন্য এই কলেজ কাজ করছে। বাংলাদেশের মধ্যে কলেজটি সদর্পে এগিয়ে যাচ্ছে। দেশে ও বিদেশে ইউএস-বাংলা কাজ করে যাবে। আমাদের প্রত্যাশা মানবিক চিকিৎসক তৈরি করা।’
এ সময় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘একটি প্রাইভেট মেডিকেল কলেজ হিসেবে এটি খুবই সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে এই কলেজ উত্তরোত্তর ভালো, সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা করি। এখানকার হাসপাতালে মানুষকে ভালো চিকিৎসা দিচ্ছে। আমি আশা করব, এই কলেজের শিক্ষার্থীরা মেডিকেলের নিয়ম মেনে সেবা দেবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (অব.) মেজর এ কে এম মাহবুবুল হক, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক ডা. রওশন আরা খানম, অধ্যাপক ডা. শেখর ভট্টাচার্য প্রমুখ।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৩ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৫ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২১ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৭ মিনিট আগে