নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান আন্দোলনে অন্য কারও ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যদের কারণে অনশনরত শিক্ষার্থীদের কাছ পর্যন্ত শিক্ষকেরা পৌঁছাতে পারছেন না বলেও দাবি করেছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হয়তো এক সময় অনেক অস্থিরতা দেখেছি। কিন্তু গত চার বছর খুব শান্তিপূর্ণ ছিল। সেখানে সম্প্রতি পুলিশি অ্যাকশন ঘটেছে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী অনেকেই কমবেশি আহত হয়েছে। তারা কোন অবস্থায় কেন সেখানে গেছেন সেটিও খতিয়ে দেখা দরকার। অভিযোগ থাকতে পারে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্পন্ন করার ব্যবস্থাও আছে। এখন সেটি ভিন্ন দাবিতে পরিণত হয়েছে।’
দীপু মনি বলেন, ‘অনশনকারীদের চারপাশে অনেকে আছেন। হয়তো বিভিন্ন কারণে শিক্ষকেরা অনশনকরীদের কাছে পৌঁছাতে পারেননি। বা তাদের সেভাবে বলতে পারেননি।’
সংকট সমাধানে করণীয় বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘করণীয় বলতে, আমরা চাই তারা অনশন প্রত্যাহার করুক। অনশনরত অবস্থাতেও আলোচনা করতে চাইলে, সেটিও হবে। প্রত্যক্ষদর্শী শিক্ষকদের কাছ থেকে শুনে মনে হয়েছে, শিক্ষককে লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। দাবি যত যৌক্তিকই হোক আলোচনা হতে হবে।’
উপাচার্যের পদত্যাগ দাবির প্রসঙ্গ ওঠায় শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের চাইতে গত চার বছরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সম্মান সুনাম নষ্ট হোক এটা কি কেউ চাইতে পারে? এখানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়া আরও কেউ জড়িত বা ইন্ধন আছে কি-না, অন্য ব্যাপকতর কোনো মাত্রাও আছে কি-না আমরা জানি না।’
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুলিশি অ্যাকশন দুঃখজনক। কিন্তু এর আগে অনেক বাড়াবাড়ি হয়েছে। শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে।’
শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ ছাড়া শিক্ষার্থীরা কিছু চায় না- সাংবাদিকেরা এ বিষয় উল্লেখ করলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘প্রথম দাবিটা ছিল ভিন্ন। সেগুলো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। এখন ভিন্ন জায়গায় গেছে। সেই দাবি নিয়ে তো আলোচনা করতে হবে। আলোচনা করব না, কিন্তু দাবি মেনে নেওয়া হবে, সেটা তো হয় না।’
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শাবিপ্রবির পাঁচ সদস্যের প্রতিনিধিদল ছিল। তাঁরা হলেন— বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম রুবেল।
এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ডুয়েটের উপাচার্য হাবিবুর রহমান, ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান আন্দোলনে অন্য কারও ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যদের কারণে অনশনরত শিক্ষার্থীদের কাছ পর্যন্ত শিক্ষকেরা পৌঁছাতে পারছেন না বলেও দাবি করেছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হয়তো এক সময় অনেক অস্থিরতা দেখেছি। কিন্তু গত চার বছর খুব শান্তিপূর্ণ ছিল। সেখানে সম্প্রতি পুলিশি অ্যাকশন ঘটেছে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী অনেকেই কমবেশি আহত হয়েছে। তারা কোন অবস্থায় কেন সেখানে গেছেন সেটিও খতিয়ে দেখা দরকার। অভিযোগ থাকতে পারে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্পন্ন করার ব্যবস্থাও আছে। এখন সেটি ভিন্ন দাবিতে পরিণত হয়েছে।’
দীপু মনি বলেন, ‘অনশনকারীদের চারপাশে অনেকে আছেন। হয়তো বিভিন্ন কারণে শিক্ষকেরা অনশনকরীদের কাছে পৌঁছাতে পারেননি। বা তাদের সেভাবে বলতে পারেননি।’
সংকট সমাধানে করণীয় বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘করণীয় বলতে, আমরা চাই তারা অনশন প্রত্যাহার করুক। অনশনরত অবস্থাতেও আলোচনা করতে চাইলে, সেটিও হবে। প্রত্যক্ষদর্শী শিক্ষকদের কাছ থেকে শুনে মনে হয়েছে, শিক্ষককে লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। দাবি যত যৌক্তিকই হোক আলোচনা হতে হবে।’
উপাচার্যের পদত্যাগ দাবির প্রসঙ্গ ওঠায় শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের চাইতে গত চার বছরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সম্মান সুনাম নষ্ট হোক এটা কি কেউ চাইতে পারে? এখানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়া আরও কেউ জড়িত বা ইন্ধন আছে কি-না, অন্য ব্যাপকতর কোনো মাত্রাও আছে কি-না আমরা জানি না।’
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুলিশি অ্যাকশন দুঃখজনক। কিন্তু এর আগে অনেক বাড়াবাড়ি হয়েছে। শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে।’
শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ ছাড়া শিক্ষার্থীরা কিছু চায় না- সাংবাদিকেরা এ বিষয় উল্লেখ করলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘প্রথম দাবিটা ছিল ভিন্ন। সেগুলো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। এখন ভিন্ন জায়গায় গেছে। সেই দাবি নিয়ে তো আলোচনা করতে হবে। আলোচনা করব না, কিন্তু দাবি মেনে নেওয়া হবে, সেটা তো হয় না।’
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শাবিপ্রবির পাঁচ সদস্যের প্রতিনিধিদল ছিল। তাঁরা হলেন— বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম রুবেল।
এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ডুয়েটের উপাচার্য হাবিবুর রহমান, ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে