নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিচারকেরা। তাঁরা বলেছেন, ছিনতাইকারী, মাদক পাচারকারীসহ পেশাদার অপরাধীদের বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। এটি হলে সমাজে অপরাধের কমবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের মিলনায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এ কথা বলেন বক্তারা।
সিএমএম রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।
কনফারেন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) বিভিন্ন জোনের উপপুলিশ কমিশনার, ২৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পিবিআই, র্যাব, দুদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারাগার, আইনজীবী সমিতি, বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘দ্রুততর সময়ে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার।’ এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ ইমরুল কেএম ইমরুল কায়েশ বলেন, ‘মানি লন্ডারিং আইন, দুদক ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলোর সমন্বিত তদন্ত দরকার।’
সভাপতির ভাষণে সিএমএম রেজাউল করিম চৌধুরীর বলেন, ‘তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়। এ কারণে তদন্তকাজে তদারকি কর্মকর্তার নজরদারি বাড়ানো দরকার।’ দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তালিম, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে তাগিদ ও নানা দিক নির্দেশনা দেন তিনি।

বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিচারকেরা। তাঁরা বলেছেন, ছিনতাইকারী, মাদক পাচারকারীসহ পেশাদার অপরাধীদের বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। এটি হলে সমাজে অপরাধের কমবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের মিলনায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এ কথা বলেন বক্তারা।
সিএমএম রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।
কনফারেন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) বিভিন্ন জোনের উপপুলিশ কমিশনার, ২৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পিবিআই, র্যাব, দুদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারাগার, আইনজীবী সমিতি, বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘দ্রুততর সময়ে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার।’ এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ ইমরুল কেএম ইমরুল কায়েশ বলেন, ‘মানি লন্ডারিং আইন, দুদক ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলোর সমন্বিত তদন্ত দরকার।’
সভাপতির ভাষণে সিএমএম রেজাউল করিম চৌধুরীর বলেন, ‘তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়। এ কারণে তদন্তকাজে তদারকি কর্মকর্তার নজরদারি বাড়ানো দরকার।’ দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তালিম, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে তাগিদ ও নানা দিক নির্দেশনা দেন তিনি।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে