Ajker Patrika

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৬: ২৬
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিস্ফোরণ

মনোনয়নপত্র জমা চলাকালে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার একটু পর জাতীয় পার্টির ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ মনোনয়ন জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎই বিভাগীয় কমিশনার কার্যালয়ের গ্যারেজের ওপর থাকা কড়ইগাছের পাশে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়।

সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ বিষয়ে মন্তব্য করেননি। এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন বলেও জানা যায়নি। তবে বিস্ফোরণের ঘটনার পরপরই ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে আসে বিজিবি ও পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে তো সবাই ছিলেন। ধারণা করা হচ্ছে, ককটেলটা বাইরে থেকে ছোড়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ