
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের পলতাকান্দা গ্রামে সম্পত্তি দলিল করে না দেওয়ায় বৃদ্ধা মা ও ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে দুই সহোদর ও ছেলের বিরুদ্ধে। এ সময় বসতঘরের আসবাব ও জানালা-দরজা ভাঙচুরও করা হয়।
অভিযুক্তরা হলেন আল আমিন (৩৭) ও দিপু মিয়া (৩৩)। উভয়েই ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। রোববার (১৬ জুন) সকালে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মা ফাতেমা বেগম।
ফাতেমা বেগম জানান, তাঁর তিন ছেলে ও ছয় কন্যাসন্তান রয়েছে। স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় চলাফেরা করতে পারেন না। সংসারের ব্যয় বহন করেন প্রবাসী ছোট ছেলে মামুন মিয়া। আট মাস আগে বড় ছেলে আল আমিনকে মৌখিকভাবে সম্পত্তির অংশ দিয়ে আলাদা করে দেওয়া হয়। এর পর থেকে আল আমিন সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। এর মধ্যেই ছোট ছেলে দেশে আসেন।
১২ জুন (বৃহস্পতিবার) রাতে আল আমিন ও দিপু মিয়া লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে ফাতেমা বেগমকে মারধর করেন এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত করেন বলে অভিযোগ। এ সময় ছোট ছেলে মামুন মিয়া ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার বাধা দিলে, দিপু ছুরি দিয়ে মামুনের ডান হাতে আঘাত করেন এবং ফারজানাকেও মারধর করেন। এ ছাড়া ঘরের দরজা, জানালা, আলমারি ও বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।
ঘটনার পর অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, ‘বৃদ্ধা মা ও প্রবাসী ভাইকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে