নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার এক মামলায় যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতা-কর্মীকে দুই বছর ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন।
রায় ঘোষণার সময় এস এম জাহাঙ্গীর, শাহাবুদ্দিন সাগর, শাহ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
অপর ৭২ জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাঁদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না রায়ে উল্লেখ করেছেন বিচারক।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে নাসিম, অপু, আশরাফ, মামুন, আমিনুল, এহসান, রিপন, শাহাদাত হোসেন, আলমগীর, মোখলেচুর, শহীদুল ইসলাম, মাসুদ, খোরশেদ আলী, শফিকুল ইসলাম উল্লেখযোগ্য।
এ ছাড়া এই মামলার রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় আশরাফ ও মনির হোসেনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাতে বলেন, ‘ছয়জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আসামি জাহাঙ্গীরের নাম কেউ বলেননি। কোনো আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তারপরও সাজা দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে যারা কারাগারে আছে, তাদের পক্ষে আপিল করা হবে।’
ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধ চলাকালে আসামিরা রাজধানীর উত্তরার আজমপুর রেলগেটের সামনে অবৈধভাবে জড়ো হয়ে বোমা বিস্ফোরণ ঘটান। তখন
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কর্তব্য কাজে বাধার সৃষ্টি করেন। যানবাহন ভাঙচুর করেন। সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
ওই দিনই জাহাঙ্গীরসহ বিএনপির ৭৩ নেতা-কর্মীকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ।
২০১৪ সালের ২০ এপ্রিল জাহাঙ্গীর হোসেনসহ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

নাশকতার এক মামলায় যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতা-কর্মীকে দুই বছর ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন।
রায় ঘোষণার সময় এস এম জাহাঙ্গীর, শাহাবুদ্দিন সাগর, শাহ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
অপর ৭২ জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাঁদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না রায়ে উল্লেখ করেছেন বিচারক।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে নাসিম, অপু, আশরাফ, মামুন, আমিনুল, এহসান, রিপন, শাহাদাত হোসেন, আলমগীর, মোখলেচুর, শহীদুল ইসলাম, মাসুদ, খোরশেদ আলী, শফিকুল ইসলাম উল্লেখযোগ্য।
এ ছাড়া এই মামলার রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় আশরাফ ও মনির হোসেনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাতে বলেন, ‘ছয়জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আসামি জাহাঙ্গীরের নাম কেউ বলেননি। কোনো আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তারপরও সাজা দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে যারা কারাগারে আছে, তাদের পক্ষে আপিল করা হবে।’
ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধ চলাকালে আসামিরা রাজধানীর উত্তরার আজমপুর রেলগেটের সামনে অবৈধভাবে জড়ো হয়ে বোমা বিস্ফোরণ ঘটান। তখন
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কর্তব্য কাজে বাধার সৃষ্টি করেন। যানবাহন ভাঙচুর করেন। সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
ওই দিনই জাহাঙ্গীরসহ বিএনপির ৭৩ নেতা-কর্মীকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ।
২০১৪ সালের ২০ এপ্রিল জাহাঙ্গীর হোসেনসহ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে