আজকের পত্রিকা ডেস্ক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারের পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আবেদনের শুনানি আগামী ২৬ জানুয়ারি।
আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে আগামী ২৬ জানুয়ারি মাসুদ বিশ্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার মাসুদ বিশ্বাসকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাসুদ বিশ্বাসকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার। তিনি সাত দিনের রিমান্ড চান। আজ রিমান্ডের আবেদন আদালতে উপস্থাপন করার পর আদালত তারিখ ধার্য করেন।
এর আগে গত শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় দুদক কর্মকর্তাদের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭ (১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫ (২) ধারায় ওই মামলা দায়ের করা হয়।
একই সঙ্গে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় কমিশন থেকে দুদক আইন, ২০০৪-এর ২৬ (১) ধারায় তাঁর সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ‘অঢেল সম্পদ ও অর্থ পাচারের’ অভিযোগ থাকায় গত ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক।
কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি দলকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারের পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আবেদনের শুনানি আগামী ২৬ জানুয়ারি।
আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে আগামী ২৬ জানুয়ারি মাসুদ বিশ্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার মাসুদ বিশ্বাসকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাসুদ বিশ্বাসকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার। তিনি সাত দিনের রিমান্ড চান। আজ রিমান্ডের আবেদন আদালতে উপস্থাপন করার পর আদালত তারিখ ধার্য করেন।
এর আগে গত শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় দুদক কর্মকর্তাদের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭ (১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫ (২) ধারায় ওই মামলা দায়ের করা হয়।
একই সঙ্গে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় কমিশন থেকে দুদক আইন, ২০০৪-এর ২৬ (১) ধারায় তাঁর সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ‘অঢেল সম্পদ ও অর্থ পাচারের’ অভিযোগ থাকায় গত ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক।
কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি দলকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৯ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪৪ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে