ঢাকা: রাজধানীর শাজাহানপুরের গুলবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সাবেক স্বামীর প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভুক্তভোগী তরুণী রুবিনা ইয়াসমিন ওরফে নদী (২১) আত্মহত্যার পর থেকে সাবেক স্বামী সায়েমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, গেন্ডারিয়ায় বাস করা এই যুবককে খুঁজে পাওয়া গেলে নদী আত্মহত্যার বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে। গতকাল বুধবার বিকেলে সাবলেট বাসায় আত্মহত্যা করেন নদী।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, 'বুধবার আত্মহত্যার পরে সে রাতেই শাজাহানপুর থানায় অপমৃত্যুর একটি মামলা হয়। মামলার তদন্তে নদী আত্মহত্যার পেছনে তাঁর সাবেক স্বামীর প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।'
তদন্তকারী কর্মকর্তা বলছেন, যে বান্ধবীকে ভিডিও কলে রেখে নদী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন, সেই বান্ধবী মারিয়ামকেও জেরা করেছেন। মৃত্যুর আগে কথোপকথন সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা।
ভুক্তভোগী তরুণীর মামা মনিরুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, এক বছর আগে তাঁর ক্লাসমেট সায়েমকে বিয়ে করেন নদী। সায়েমের কিছু সমস্যার জন্য বিয়ের ৩ মাসের মাথায় বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি একটা ঘটনার জেরে তাঁদের মধ্যে আবার ঝামেলা হয়। তারপরই এমন ঘটনা ঘটল।
স্বজনরা বলছেন, নদী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে পড়াশোনা করতেন। বিবাহ বিচ্ছেদের পর মালিবাগের গুলবাগের একটি বাড়ির পঞ্চম তলায় বান্ধবী মারিয়ামকে নিয়ে সাবলেট থাকতেন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তাঁরা।
ঘটনার বর্ণনায় নদীর বান্ধবী মারিয়াম বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, নদীকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বেলা ৩টার দিকে তাঁকে ফোন করে রুবিনা বলেন, আমার ভালো লাগছে না, তুই দ্রুত চলে আয়, আমি মরে যাব। পরে রুবিনা ভিডিও কল দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচাচ্ছেন দেখায়। তিনি দ্রুত বাসায় গিয়ে ভেতর থেকে দরজা লাগানো পান।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যায় স্বজনেরা। এক ভাই ও এক বোনের মধ্যে নদী বড়। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগীতে। তাঁর বাবা বরিশালের আগৈলঝাড়া থানার এসআই।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে