নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদের কার্যক্রম বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ (বাংলাদেশ)। আজ রোববার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদ কার্যক্রম বন্ধসহ স্থায়ী পুনর্বাসনের আগে স্থানান্তরের পরিকল্পনা বাতিল, মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রদান, মিরপুর, মোহাম্মদপুর, নারায়ণগঞ্জসহ উচ্ছেদকৃত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন, মেয়র, ন্যাশনাল হাউজিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও এলজিআরডিকে উর্দুভাষী বিহারি নেতাদের সঙ্গে আলোচনায় বসা এবং নিউ সোসাইটি মার্কেটের দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি।
নেতারা জানান, সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে জীবিকা ও মৌলিক অধিকারের জন্য যখন লড়াই করে যাচ্ছে বিহারিরা তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও ক্যাম্প ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন।
ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ বাংলাদেশের সভাপতি মো. মোস্তাক আহমেদ বলেন, জানুয়ারিতে মিরপুরে রাস্তা উন্নয়নের নামে কয়েকশ বাড়িঘর ভেঙে ফেলা হয়। এর ফলে কয়েকশ পরিবার খোলা আকাশের নিচে থাকছে। মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই কথা ভুলে আবারও ক্যাম্প উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।
মিরপুর-১১-তে একটি মার্কেটে বিহারিদের দোকান বরাদ্দের জন্য টাকা নিয়েও বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করে মোস্তাক আহমেদ বলেন, সিটি করপোরেশন মিরপুর সেকশন-১১-তে দোকান নির্মাণ করে নিউ সোসাইটি মার্কেট দোকানদারদের দোকান বরাদ্দ দেবে বলে ব্যবসায়ীদের কাছ থেকে ১৬ কোটি টাকা নিয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়াও বন্ধ রেখেছে।
পাঁচ লাখ অসহায় মানুষের সমস্যা সমাধানের জম্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নেতারা সম্মিলিতভাবে সবাইকে আলোচনায় বসে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কো-চেয়ারম্যান সরফরাজ আলম, সহ-সভাপতি মো. সোহেল রেজা লাল্লু, মো. ফিরোজ সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহতাব আলম সহ প্রমুখ।

পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদের কার্যক্রম বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ (বাংলাদেশ)। আজ রোববার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদ কার্যক্রম বন্ধসহ স্থায়ী পুনর্বাসনের আগে স্থানান্তরের পরিকল্পনা বাতিল, মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রদান, মিরপুর, মোহাম্মদপুর, নারায়ণগঞ্জসহ উচ্ছেদকৃত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন, মেয়র, ন্যাশনাল হাউজিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও এলজিআরডিকে উর্দুভাষী বিহারি নেতাদের সঙ্গে আলোচনায় বসা এবং নিউ সোসাইটি মার্কেটের দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি।
নেতারা জানান, সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে জীবিকা ও মৌলিক অধিকারের জন্য যখন লড়াই করে যাচ্ছে বিহারিরা তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও ক্যাম্প ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন।
ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ বাংলাদেশের সভাপতি মো. মোস্তাক আহমেদ বলেন, জানুয়ারিতে মিরপুরে রাস্তা উন্নয়নের নামে কয়েকশ বাড়িঘর ভেঙে ফেলা হয়। এর ফলে কয়েকশ পরিবার খোলা আকাশের নিচে থাকছে। মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই কথা ভুলে আবারও ক্যাম্প উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।
মিরপুর-১১-তে একটি মার্কেটে বিহারিদের দোকান বরাদ্দের জন্য টাকা নিয়েও বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করে মোস্তাক আহমেদ বলেন, সিটি করপোরেশন মিরপুর সেকশন-১১-তে দোকান নির্মাণ করে নিউ সোসাইটি মার্কেট দোকানদারদের দোকান বরাদ্দ দেবে বলে ব্যবসায়ীদের কাছ থেকে ১৬ কোটি টাকা নিয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়াও বন্ধ রেখেছে।
পাঁচ লাখ অসহায় মানুষের সমস্যা সমাধানের জম্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নেতারা সম্মিলিতভাবে সবাইকে আলোচনায় বসে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কো-চেয়ারম্যান সরফরাজ আলম, সহ-সভাপতি মো. সোহেল রেজা লাল্লু, মো. ফিরোজ সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহতাব আলম সহ প্রমুখ।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৮ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে