নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদের কার্যক্রম বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ (বাংলাদেশ)। আজ রোববার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদ কার্যক্রম বন্ধসহ স্থায়ী পুনর্বাসনের আগে স্থানান্তরের পরিকল্পনা বাতিল, মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রদান, মিরপুর, মোহাম্মদপুর, নারায়ণগঞ্জসহ উচ্ছেদকৃত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন, মেয়র, ন্যাশনাল হাউজিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও এলজিআরডিকে উর্দুভাষী বিহারি নেতাদের সঙ্গে আলোচনায় বসা এবং নিউ সোসাইটি মার্কেটের দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি।
নেতারা জানান, সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে জীবিকা ও মৌলিক অধিকারের জন্য যখন লড়াই করে যাচ্ছে বিহারিরা তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও ক্যাম্প ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন।
ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ বাংলাদেশের সভাপতি মো. মোস্তাক আহমেদ বলেন, জানুয়ারিতে মিরপুরে রাস্তা উন্নয়নের নামে কয়েকশ বাড়িঘর ভেঙে ফেলা হয়। এর ফলে কয়েকশ পরিবার খোলা আকাশের নিচে থাকছে। মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই কথা ভুলে আবারও ক্যাম্প উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।
মিরপুর-১১-তে একটি মার্কেটে বিহারিদের দোকান বরাদ্দের জন্য টাকা নিয়েও বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করে মোস্তাক আহমেদ বলেন, সিটি করপোরেশন মিরপুর সেকশন-১১-তে দোকান নির্মাণ করে নিউ সোসাইটি মার্কেট দোকানদারদের দোকান বরাদ্দ দেবে বলে ব্যবসায়ীদের কাছ থেকে ১৬ কোটি টাকা নিয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়াও বন্ধ রেখেছে।
পাঁচ লাখ অসহায় মানুষের সমস্যা সমাধানের জম্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নেতারা সম্মিলিতভাবে সবাইকে আলোচনায় বসে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কো-চেয়ারম্যান সরফরাজ আলম, সহ-সভাপতি মো. সোহেল রেজা লাল্লু, মো. ফিরোজ সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহতাব আলম সহ প্রমুখ।

পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদের কার্যক্রম বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ (বাংলাদেশ)। আজ রোববার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদ কার্যক্রম বন্ধসহ স্থায়ী পুনর্বাসনের আগে স্থানান্তরের পরিকল্পনা বাতিল, মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রদান, মিরপুর, মোহাম্মদপুর, নারায়ণগঞ্জসহ উচ্ছেদকৃত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন, মেয়র, ন্যাশনাল হাউজিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও এলজিআরডিকে উর্দুভাষী বিহারি নেতাদের সঙ্গে আলোচনায় বসা এবং নিউ সোসাইটি মার্কেটের দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি।
নেতারা জানান, সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে জীবিকা ও মৌলিক অধিকারের জন্য যখন লড়াই করে যাচ্ছে বিহারিরা তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও ক্যাম্প ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন।
ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ বাংলাদেশের সভাপতি মো. মোস্তাক আহমেদ বলেন, জানুয়ারিতে মিরপুরে রাস্তা উন্নয়নের নামে কয়েকশ বাড়িঘর ভেঙে ফেলা হয়। এর ফলে কয়েকশ পরিবার খোলা আকাশের নিচে থাকছে। মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই কথা ভুলে আবারও ক্যাম্প উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।
মিরপুর-১১-তে একটি মার্কেটে বিহারিদের দোকান বরাদ্দের জন্য টাকা নিয়েও বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করে মোস্তাক আহমেদ বলেন, সিটি করপোরেশন মিরপুর সেকশন-১১-তে দোকান নির্মাণ করে নিউ সোসাইটি মার্কেট দোকানদারদের দোকান বরাদ্দ দেবে বলে ব্যবসায়ীদের কাছ থেকে ১৬ কোটি টাকা নিয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়াও বন্ধ রেখেছে।
পাঁচ লাখ অসহায় মানুষের সমস্যা সমাধানের জম্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নেতারা সম্মিলিতভাবে সবাইকে আলোচনায় বসে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কো-চেয়ারম্যান সরফরাজ আলম, সহ-সভাপতি মো. সোহেল রেজা লাল্লু, মো. ফিরোজ সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহতাব আলম সহ প্রমুখ।

সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
২৫ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে