৫০০ কর্মীর সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার সকালে খিলগাঁও উত্তর শাহজাহানপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনগণ যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে উত্তর শাহজাহানপুর আবাসিক এলাকা, সংলগ্ন ঝিল ও আশপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো ও বর্জ্য অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ‘বর্ষার মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে দুটি স্তরে কার্যক্রম নেওয়া হয়েছে। একদিকে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশকনিধন, অপরদিকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। পর্যায়ক্রমে ডিএসসিসির ১০টি অঞ্চলে এই অভিযান চলবে। ইতিমধ্যে যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে অভিযান শেষ হয়েছে।’
শাহজাহান মিয়া আরও বলেন, ডেঙ্গু দমনে নগরবাসীকে সচেতন হতে হবে। বাসার ভেতরে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দেওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সিটি করপোরেশন ও নগরবাসী একসঙ্গে কাজ করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
এদিন স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়। অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, বিভিন্ন বিভাগের প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে