Ajker Patrika

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে অবস্থিত মেট্রোরেল স্টেশনে মেজবা উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল মেট্টোরেল স্টেশনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। জানতে চাইলে এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, ‘তিনি এখনো বিষয়টি জানেন না। বিষয়টি জানতে খোঁজ নিচ্ছেন।’

এদিকে ভুক্তভোগী মেজবা উদ্দিনের বন্ধু মোশারফ হোসেন বলেন, মেজবা ডাচ-বাংলা ব্যাংকে চাকরি করেন। তার বোন কানাডিয়ান প্রবাসী। মেজবার বোন বাংলাদেশ এসেছিল বেড়াতে। সে আবার কানাডায় চলে যাবেন। সে জন্য গতকাল এই কানাডিয়ান ডলারগুলো বোনের জন্য কিনেছিলেন মেজবা। পরে সে মতিঝিলের মেট্রোরেল স্টেশনে এসেছিল বিকেল সাড়ে চারটার দিকে সেখান থেকে মিরপুর যাওয়ার জন্য। এরই মধ্যে স্টেশন থেকে তার পকেট থেকে কে বা কারা ডলারগুলো নিয়ে যায়।

তিনি বলেন, পরে মেজবার কাছ থেকে এই খবর শুনে তিনি নিজেও স্টেশনে আসেন। স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখেছেন। কারা মেজবা পকেট থেকে ডলারগুলো চুরি করে নিয়ে গেছে সেটি বের করার চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত