উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সিঙ্গাপুর থেকে আসা চার প্রবাসী যাত্রীর লাগেজ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রসাধনীসহ বিভিন্ন মালপত্র চুরির অভিযোগ উঠেছে। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঢাকায় এমন ঘটনা ঘটেনি।
মালামাল চুরির অভিযোগ আনা ওই চার যাত্রী সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত রোববার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন। লাগেজ থেকে স্বর্ণালংকারসহ মালপত্র গায়েবের বিষয়টি বুঝতে পেরে তাঁরা বিমানবন্দরে হইচই করেন। তাঁদের একজন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা সুলপুর গ্রামের বাসিন্দা শিশির খান গতকাল সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে চার বছর পর দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে বিমানে ওঠার সময় তাঁর হাতব্যাগে প্রায় ৭০ গ্রাম স্বর্ণালংকার ছিল। ব্যাগটি বড় হওয়ায় বিমানের লোকদের পরামর্শে লক করে তাঁদের হাতে দেন। তাঁরা তাঁকে একটি স্লিপ দেন। ঢাকায় বিমানবন্দরে লাগেজ পাওয়ার পর দেখেন, লক ভাঙা, চেইন খোলা। ব্যাগটি খুলে দেখেন স্বর্ণালংকারের বাক্সগুলো ফাঁকা। বাক্সগুলোতে একটা হার, দুটি চেইন, আধা ভরির ব্রেসলেট, চার সেট কানের দুল ছিল।
শিশির খান বলেন, এ ছাড়া একজনের একটি মোবাইল ফোন, আরেকজনের কিছু দামি কসমেটিকস, পারফিউম ও মেডিসিন এবং ব্রাহ্মণবাড়িয়ার ফকরুদ্দিনের একটি ২৯ গ্রামের নেকলেস, ৩ গ্রামের গলার চেইন ও তিনটি মোবাইল ফোন খোয়া গেছে। তাঁরা এ নিয়ে বিমানবন্দরে হইচই করেন, অভিযোগ করেন। তাঁরা তদন্ত করার কথা বলেছেন। মঙ্গলবার তিনি মামলা করবেন।
বিমানবন্দর থানার ওসি মো. আজিজুল হক মিঞা বলেন, তাঁরা মামলা করলে তদন্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে রোববার সন্ধ্যায় আসা চার যাত্রী বেল্ট থেকে লাগেজ নেওয়ার পর মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করেন। ঢাকায় অবতরণের পরে লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে বলে গ্রাউন্ড হ্যান্ডলিং সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। যাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সিঙ্গাপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং হযরত শাহজালাল বিমানবন্দরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিঙ্গাপুর থেকে আসা চার প্রবাসী যাত্রীর লাগেজ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রসাধনীসহ বিভিন্ন মালপত্র চুরির অভিযোগ উঠেছে। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঢাকায় এমন ঘটনা ঘটেনি।
মালামাল চুরির অভিযোগ আনা ওই চার যাত্রী সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত রোববার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন। লাগেজ থেকে স্বর্ণালংকারসহ মালপত্র গায়েবের বিষয়টি বুঝতে পেরে তাঁরা বিমানবন্দরে হইচই করেন। তাঁদের একজন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা সুলপুর গ্রামের বাসিন্দা শিশির খান গতকাল সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে চার বছর পর দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে বিমানে ওঠার সময় তাঁর হাতব্যাগে প্রায় ৭০ গ্রাম স্বর্ণালংকার ছিল। ব্যাগটি বড় হওয়ায় বিমানের লোকদের পরামর্শে লক করে তাঁদের হাতে দেন। তাঁরা তাঁকে একটি স্লিপ দেন। ঢাকায় বিমানবন্দরে লাগেজ পাওয়ার পর দেখেন, লক ভাঙা, চেইন খোলা। ব্যাগটি খুলে দেখেন স্বর্ণালংকারের বাক্সগুলো ফাঁকা। বাক্সগুলোতে একটা হার, দুটি চেইন, আধা ভরির ব্রেসলেট, চার সেট কানের দুল ছিল।
শিশির খান বলেন, এ ছাড়া একজনের একটি মোবাইল ফোন, আরেকজনের কিছু দামি কসমেটিকস, পারফিউম ও মেডিসিন এবং ব্রাহ্মণবাড়িয়ার ফকরুদ্দিনের একটি ২৯ গ্রামের নেকলেস, ৩ গ্রামের গলার চেইন ও তিনটি মোবাইল ফোন খোয়া গেছে। তাঁরা এ নিয়ে বিমানবন্দরে হইচই করেন, অভিযোগ করেন। তাঁরা তদন্ত করার কথা বলেছেন। মঙ্গলবার তিনি মামলা করবেন।
বিমানবন্দর থানার ওসি মো. আজিজুল হক মিঞা বলেন, তাঁরা মামলা করলে তদন্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে রোববার সন্ধ্যায় আসা চার যাত্রী বেল্ট থেকে লাগেজ নেওয়ার পর মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করেন। ঢাকায় অবতরণের পরে লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে বলে গ্রাউন্ড হ্যান্ডলিং সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। যাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সিঙ্গাপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং হযরত শাহজালাল বিমানবন্দরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
৩ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১ ঘণ্টা আগে