নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিবি পরিচয়ে রাজধানীর রামপুরার নিজ বাসার সামনে থেকে মো. রোকনুজ্জামান রকসি নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এনে বাড্ডা থানায় জিডি করেছে পরিবার। সাদা পোশাকে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাঁকে কয়েকজন লোক সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মো. রোকনুজ্জামান রকসি গুলশানের একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন। তিন মাস আগে এই চাকরিতে যোগদান করেন তিনি। ঢাকায় বেড়ে ওঠা রকসির গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানায়। ব্যক্তিজীবনে কারও সঙ্গে শত্রুতাও নেই বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজের দুই দিন পর ছেলের সন্ধান চেয়ে বাবা লুৎফর রহমান গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানায় একটি জিডি করেছেন। ছেলের সন্ধান না পেয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার—এমনটা উল্লেখ করে লুৎফর রহমান বলেন, ‘বাড্ডার লিংক রোড এলাকা থেকে আমার ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। সেদিন রাতে যখন তাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এলাকার মানুষ বাধা দিয়েছিল। সে সময় তুলে নিতে আসা দলের কয়েকজন আইডি কার্ড বের করে দেখিয়ে নিজেদের ডিবি বলে পরিচয় দেন। পরিচয়পত্র দেখে স্থানীয়রা আর বাধা দেয় নাই। এই ঘটনার দুই দিন পরে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এমন একটি জিডি করা হয়েছিল আমাদের থানায়। পরে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করে সর্বশেষ অবস্থান পাওয়া গেছে রামপুরা থানায়। আমরা পরে ভুক্তভোগীর পরিবারকে রামপুরা থানায় জিডি করতে বলি।’
রামপুরা থানায় জিডি করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগীর বাবা লুৎফর রহমান বলেন, ‘আমরা জিডি করতে গেলে রামপুরা থানার পক্ষ থেকে বলা হয়, তদন্ত করে কোনো তথ্য পেলে আমরা একেবারে মামলা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মো. রোকনুজ্জামান রকসি নামে কোনো নিখোঁজের জিডি আমাদের থানায় হয়েছে বলে মনে পড়ে না। এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

ডিবি পরিচয়ে রাজধানীর রামপুরার নিজ বাসার সামনে থেকে মো. রোকনুজ্জামান রকসি নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এনে বাড্ডা থানায় জিডি করেছে পরিবার। সাদা পোশাকে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাঁকে কয়েকজন লোক সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মো. রোকনুজ্জামান রকসি গুলশানের একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন। তিন মাস আগে এই চাকরিতে যোগদান করেন তিনি। ঢাকায় বেড়ে ওঠা রকসির গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানায়। ব্যক্তিজীবনে কারও সঙ্গে শত্রুতাও নেই বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজের দুই দিন পর ছেলের সন্ধান চেয়ে বাবা লুৎফর রহমান গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানায় একটি জিডি করেছেন। ছেলের সন্ধান না পেয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার—এমনটা উল্লেখ করে লুৎফর রহমান বলেন, ‘বাড্ডার লিংক রোড এলাকা থেকে আমার ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। সেদিন রাতে যখন তাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এলাকার মানুষ বাধা দিয়েছিল। সে সময় তুলে নিতে আসা দলের কয়েকজন আইডি কার্ড বের করে দেখিয়ে নিজেদের ডিবি বলে পরিচয় দেন। পরিচয়পত্র দেখে স্থানীয়রা আর বাধা দেয় নাই। এই ঘটনার দুই দিন পরে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এমন একটি জিডি করা হয়েছিল আমাদের থানায়। পরে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করে সর্বশেষ অবস্থান পাওয়া গেছে রামপুরা থানায়। আমরা পরে ভুক্তভোগীর পরিবারকে রামপুরা থানায় জিডি করতে বলি।’
রামপুরা থানায় জিডি করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগীর বাবা লুৎফর রহমান বলেন, ‘আমরা জিডি করতে গেলে রামপুরা থানার পক্ষ থেকে বলা হয়, তদন্ত করে কোনো তথ্য পেলে আমরা একেবারে মামলা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মো. রোকনুজ্জামান রকসি নামে কোনো নিখোঁজের জিডি আমাদের থানায় হয়েছে বলে মনে পড়ে না। এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১৩ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে