নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এ ফোনের পর গাজীপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল ৫ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরকে আটক করা হয়।
আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এ কল করে একজন অভিযোগ করেন, ইয়ামাহা ফেজার ব্র্যান্ডের নীল রঙের ঢাকা মেট্রো-গ-৫০-৩৬০৩ নম্বরের একটি মোটরসাইকেল গাজীপুর থেকে চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তারা দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটায় তারা এ তথ্য জানান।
জাতীয় জরুরি সেবা সেলে কলটি রিসিভ করেন কনস্টেবল শিমু খাতুন। শিমু তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এ এস আই আসাদুজ্জামান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
আনোয়ার সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঢাকা চট্টগ্রাম নিমসার বাজারের কাছে মোটরসাইকেলটি দেখতে পায়। এরপর প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। এ মোটরসাইকেল চুরির দায়ে আবু হানিফ (৩৫) নামে একজনকে আটক করা হয়।
আটকের বিষয়টি ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এ এস আই জহিরুল ইসলাম ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন। আটক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এ ফোনের পর গাজীপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল ৫ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরকে আটক করা হয়।
আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এ কল করে একজন অভিযোগ করেন, ইয়ামাহা ফেজার ব্র্যান্ডের নীল রঙের ঢাকা মেট্রো-গ-৫০-৩৬০৩ নম্বরের একটি মোটরসাইকেল গাজীপুর থেকে চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তারা দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটায় তারা এ তথ্য জানান।
জাতীয় জরুরি সেবা সেলে কলটি রিসিভ করেন কনস্টেবল শিমু খাতুন। শিমু তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এ এস আই আসাদুজ্জামান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
আনোয়ার সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঢাকা চট্টগ্রাম নিমসার বাজারের কাছে মোটরসাইকেলটি দেখতে পায়। এরপর প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। এ মোটরসাইকেল চুরির দায়ে আবু হানিফ (৩৫) নামে একজনকে আটক করা হয়।
আটকের বিষয়টি ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এ এস আই জহিরুল ইসলাম ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন। আটক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩১ মিনিট আগে