
টাঙ্গাইলের সখীপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী আত্মহত্যা করেছে। ওই দুই ছাত্রী উপজেলার আড়াইপাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনেই পান করেছিল ঘাস নিধনের কীটনাশক। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্য তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী দুই শিক্ষার্থীর কীটনাশক পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি রহস্যের বিষয়টি এড়িয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জেমি আক্তার ঘাস নিধনের কীটনাশক পান করে। ঢাকার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সে আড়াইপাড়া গ্রামের জামান মিয়ার মেয়ে।
এদিকে গত শনিবার (৫ নভেম্বর) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার একই ধরনের কীটনাশক পান করে। চিকিৎসা শেষে রোববার বাড়িতে নিয়ে এলে গতকাল সোমবার (৭ নভেম্বর) ভোরে তারও মৃত্যু হয়।
মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আজাহারুল ইসলাম বলেন, ‘শুনেছি দুই শিক্ষার্থী ঘাস মারার বিষ খেয়েছিল। তবে একইভাবে মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।’
মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দুই শিক্ষার্থী আমার বিদ্যালয়েরই ছাত্রী ছিল। তবে তারা কেন বিষপান করেছিল তা জানি না।’
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার আত্মহত্যার বিষয়ে সখীপুর থানায় কোনো তথ্য নেই।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে