শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী গাড়ি আটকে ডাকাতির সময় চলন্ত গাড়ির চাপায় ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ডাকতদের হামলায় এক সিএনজি অটোচালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর গজারি বনের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোচালক আবুল কালাম (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। আর নিহত ‘ডাকাত সদস্য’ মো. আরিফুল ইসলাম (২০) কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় সিএনজি অটোচালকসহ ওই ডাকাত সদস্যকে। পরে তাঁরা দুজনই মারা যান।
আবুল কালামের ছেলে রনি বলেন, ‘বাবা রাত ১টার কিছু পরে মাওনা থেকে বরমীর উদ্দেশে রওনা দেন। সাতখামাইর গজারি বনের মধ্যে পৌঁছালে ডাকাতের দল বাবার সিএনজিকে থামতে সিগন্যাল দেয়। কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাবা গাড়ি না থামানোয় তারা তাঁকে এলোপাতাড়ি মারধর এবং কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় বাবাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
পিকআপচালক শফিকুল ইসলাম বলেন, ‘ডাকাতেরা আমার গাড়িও থামিয়ে মারধর করে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর একসঙ্গে পাঁচটি সিএনজি আসে। এ সময় একটি সিএনজি ডাকাতদের সিগন্যাল না মেনে দ্রুত চলে গেলে সেটির চাকায় চাপা পড়ে এক ডাকাত গুরুতর আহত হয়। এরপর আশপাশের লোকজন ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করে।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, গুরুতর আহত অবস্থায় এক ডাকাত সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় মারাত্মক আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ওসি আব্দুল বারিক বলেন, ‘এ ঘটনায় চার ডাকাতকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী গাড়ি আটকে ডাকাতির সময় চলন্ত গাড়ির চাপায় ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ডাকতদের হামলায় এক সিএনজি অটোচালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর গজারি বনের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোচালক আবুল কালাম (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। আর নিহত ‘ডাকাত সদস্য’ মো. আরিফুল ইসলাম (২০) কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় সিএনজি অটোচালকসহ ওই ডাকাত সদস্যকে। পরে তাঁরা দুজনই মারা যান।
আবুল কালামের ছেলে রনি বলেন, ‘বাবা রাত ১টার কিছু পরে মাওনা থেকে বরমীর উদ্দেশে রওনা দেন। সাতখামাইর গজারি বনের মধ্যে পৌঁছালে ডাকাতের দল বাবার সিএনজিকে থামতে সিগন্যাল দেয়। কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাবা গাড়ি না থামানোয় তারা তাঁকে এলোপাতাড়ি মারধর এবং কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় বাবাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
পিকআপচালক শফিকুল ইসলাম বলেন, ‘ডাকাতেরা আমার গাড়িও থামিয়ে মারধর করে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর একসঙ্গে পাঁচটি সিএনজি আসে। এ সময় একটি সিএনজি ডাকাতদের সিগন্যাল না মেনে দ্রুত চলে গেলে সেটির চাকায় চাপা পড়ে এক ডাকাত গুরুতর আহত হয়। এরপর আশপাশের লোকজন ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করে।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, গুরুতর আহত অবস্থায় এক ডাকাত সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় মারাত্মক আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ওসি আব্দুল বারিক বলেন, ‘এ ঘটনায় চার ডাকাতকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৫ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৯ মিনিট আগে