
নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাদ বাবু (৫) নামের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলার আরও দুটি ধারায় ১৪ বছর ও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি নাজমুল হুদা লিয়ন (২৮) আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে। তিনি ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রায়ের বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘শিশুর পরিবার ও লিয়ন পাশাপাশি বাসায় ভাড়া থাকত। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর শিশুর বাসায় টিভি দেখতে যায় তিনি। সে সময় শিশুটির মা তাদের দুজনকে এক রুমে রেখে পাশের রুমে নামাজ পড়তে যান। নামাজ শেষে ঘরে ফিরে এসে আর তাদের দেখা যায়নি। এর পর থেকেই নিখোঁজ ছিল লিয়ন ও আহাদ।’
ঘটনার পর লিয়ন মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন। কিন্তু আহাদের পরিবার সেই টাকা দিতে ব্যর্থ হয়। টাকা না পেয়ে আহাদকে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেন লিয়ন।
পরবর্তীকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে আদালতের জবানবন্দিতে লিয়ন জানান, নিজের ছেলে অসুস্থ হয়ে যাওয়ায় তাকে চিকিৎসা করতে টাকা প্রয়োজন ছিল। কিন্তু সে টাকা জোগাড় করতে পারছিলেন না। সেই কারণেই আহাদকে অপহরণ করে টাকা জোগাড়ের চেষ্টা চালান। টাকা না পাওয়ার ক্ষোভে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয় আহাদকে। সেই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছেন আদালত।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে