নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আশপাশের সব বেসরকারি হাউজিং প্রকল্পের অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আগামী মঙ্গলবারের (৭ নভেম্বর) মধ্যে রাষ্ট্রপক্ষকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় থাকা আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মামলার শুনানিতে এই তথ্য চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। তিনি শুনানিতে বলেন, এই ধরনের আবাসন প্রকল্পের অনুমোদন কর্তৃপক্ষ হচ্ছে রাজউক। এই প্রকল্পের এলাকাটা নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের মধ্যে। যা রাজউকের অধীনে।
শুনানিতে আশিয়ান সিটির আইনজীবী আহসানুল করিম বলেন, সকল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই প্রকল্প করা হয়েছে। এই প্রকল্পের কোনো এলাকায় জলাভূমি নেই। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশিয়ান সিটি ও এর প্লট ক্রেতারা।
আশিয়ান সিটি প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলনসহ কয়েকটি সংগঠন ২০১২ সালে হাইকোর্টে রিট করে। রিট আবেদনে বলা হয়, আশিয়ান সিটি যে জমি ভরাট করেছে সেটা নিম্ন জলাভূমি।
ওই রিটের শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ বলে রায় দেন। পরে প্রকল্প কর্তৃপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে। হাইকোর্ট রিভিউ আবেদন গ্রহণের পর শুনানি শেষে আগের রায় বাতিল করে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের পক্ষে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিটকারীরা আপিল করে। তাতে হাইকোর্টের রায় স্থগিত করা হয়।

ঢাকার আশপাশের সব বেসরকারি হাউজিং প্রকল্পের অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আগামী মঙ্গলবারের (৭ নভেম্বর) মধ্যে রাষ্ট্রপক্ষকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় থাকা আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মামলার শুনানিতে এই তথ্য চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। তিনি শুনানিতে বলেন, এই ধরনের আবাসন প্রকল্পের অনুমোদন কর্তৃপক্ষ হচ্ছে রাজউক। এই প্রকল্পের এলাকাটা নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের মধ্যে। যা রাজউকের অধীনে।
শুনানিতে আশিয়ান সিটির আইনজীবী আহসানুল করিম বলেন, সকল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই প্রকল্প করা হয়েছে। এই প্রকল্পের কোনো এলাকায় জলাভূমি নেই। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশিয়ান সিটি ও এর প্লট ক্রেতারা।
আশিয়ান সিটি প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলনসহ কয়েকটি সংগঠন ২০১২ সালে হাইকোর্টে রিট করে। রিট আবেদনে বলা হয়, আশিয়ান সিটি যে জমি ভরাট করেছে সেটা নিম্ন জলাভূমি।
ওই রিটের শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ বলে রায় দেন। পরে প্রকল্প কর্তৃপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে। হাইকোর্ট রিভিউ আবেদন গ্রহণের পর শুনানি শেষে আগের রায় বাতিল করে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের পক্ষে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিটকারীরা আপিল করে। তাতে হাইকোর্টের রায় স্থগিত করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে